ঢাকা ০১:১০ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আরও পেছাল খালেদা জিয়ার লন্ডনযাত্রা ইসলামে পারিবারিক নির্যাতনের কোনো স্থান নেই-শায়খ আব্দুল কাইয়ুম লিবিয়া থেকে ৩১০ বাংলাদেশি দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশে আরও ৩০ দেশের নাগরিকের ওপর নিষেধাজ্ঞা খাঁচা থেকে বের হওয়া সিংহী আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে লন্ডনে ফ্লাই রবিবার, নির্জন কারাবাস থেকেই খালেদা জিয়ার ‘নানা রোগের সূচনা’ জানালেন ফখরুল মহাকাশ থেকে পবিত্র  কাবা শরিফের উজ্জ্বল ছবি আন্দোলনে থাকা প্রাথমিকের শিক্ষকদের বদলি, ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত তারেক রহমানের দেশে ফেরা আবার অনিশ্চিত, কীভাবে ভোটার হবেন? খালেদা জিয়া ছাড়া পরিবারের কেউ ভিভিআইপি সুবিধা পাবেন না

”পরিস্থিতি স্বাভাবিক হবে, সুন্দর দিনগুলো আবার ফিরে আসবে”

৫২ বাংলা
  • আপডেট সময় : ০২:৫৫:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২০
  • / 994
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

”আমরা আবারও আমাদের পরিবারের সাথে মিলিত হবো, সাক্ষাৎ হবে আবারও বন্ধুদের সাথে” ব্রিটেনের এক ক্রান্তিসময়ে যুক্তরাজ্যের রাণি দ্বিতীয় এলিজাবেথ তাঁর ঐতিহাসিক বক্তব্যে একথাগুলো বলেছেন। ৯৩ বছর বয়সী রাণীর ৬৮ বছরের সিংহাসনে থাকাকালীন সংকটকালিন সময়ে জাতির উদ্দ্যেশ্যে দেয়া এটা তার এ জাতিয় পঞ্চম ভাষন।

করোনা ভাইরাস দুর্যোগে ব্রিটেন এক কঠিন সময় পার করছে উল্লেখ করে তিনি নাগরিকদের প্রতি শৃঙ্খলা মেনে চলার আহবান জানান। রাণী তাঁর বক্তৃতায উল্লেখ করেন, ”আমরা একত্রে এই মহাদুর্যোগ মোকাবেলা করছি”, তিনি ব্রিটেনের জনসাধারনদের আশ্বস্থ করে বলেন, ”আমরা যদি ঐক্যবদ্ধ থাকি ও প্রতিগ্গাবদ্ধ হই, তাহলে আমরা এই মহাদুর্যোগ মোকাবেলা করবোই।”

রবিবার (৫ এপ্রিল) স্থানীয় সময় রাত ৮টায় টিভি চ্যানেল, রেডিও ও সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে তার এ ভাষণ একযোগে প্রচারিত হয়।

এই বিপর্যয়ের সময়ে ব্রিটিশরা যে দুঃখ, বেদনা ও আর্থিক সংকটের মুখোমুখি হচ্ছেন, ভাষণে তা-ও উল্লেখ করেন রানি। তিনি ধন্যবাদ জানান এনএইচএস (জাতীয় স্বাস্থ্যসেবা) এ কর্মরত সকল কর্মীদের। সংকটকালে জীবন বাজি রেখে আক্রান্তদের সেবা দিয়ে যাওয়া স্বাস্থ্যকর্মীদের প্রশংসা করেন তিনি।

প্রত্যেকে ব্যক্তিগতভাবে যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে তা পালনের ওপর জোর দেন রানি দ্বিতীয় এলিজাবেথ। তিনি বলেন, ”একটি ক্রমবর্ধমান চ্যালেঞ্জের সময়ে আমি কথা বলছি। আমাদের জাতীয় জীবনে এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে যা আমাদের জন্য বেদনার। অনেকের আর্থিক সংকট এবং আমাদের সবার দৈনন্দিন জীবনে একটি বিশাল পরিবর্তন নিয়ে এসেছে এই দুর্যোগ ।”

রানি বলেন, ”এই সংকটময় মুহূর্তে আমাদের নাগরিকরা এক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। তবে আমাদের প্রত্যাশা, পরিস্থিতি এক সময় স্বাভাবিক হবে, সুন্দর দিনগুলো আবার ফিরে আসবে। তখন সবাই এমন কঠিন পরিস্থিতি মোকাবিলা করে জয়ী হওয়ার জন্য গর্ব করবে। এ প্রজন্মের ব্রিটিশদের তখন অন্য যে কোনও সময়ের চেয়ে শক্তিশালী হিসেবে বিবেচনা করা হবে।”

উল্লেখ্য, যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪২ হাজার ৪৭৯। এর মধ্যে চার হাজার ৩২০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তদের মধ্যে রাজপরিবারের সদস্য থেকে শুরু করে প্রধানমন্ত্রী বরিস জনসন ও তার মন্ত্রিসভার সদস্যও রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

”পরিস্থিতি স্বাভাবিক হবে, সুন্দর দিনগুলো আবার ফিরে আসবে”

আপডেট সময় : ০২:৫৫:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২০

”আমরা আবারও আমাদের পরিবারের সাথে মিলিত হবো, সাক্ষাৎ হবে আবারও বন্ধুদের সাথে” ব্রিটেনের এক ক্রান্তিসময়ে যুক্তরাজ্যের রাণি দ্বিতীয় এলিজাবেথ তাঁর ঐতিহাসিক বক্তব্যে একথাগুলো বলেছেন। ৯৩ বছর বয়সী রাণীর ৬৮ বছরের সিংহাসনে থাকাকালীন সংকটকালিন সময়ে জাতির উদ্দ্যেশ্যে দেয়া এটা তার এ জাতিয় পঞ্চম ভাষন।

করোনা ভাইরাস দুর্যোগে ব্রিটেন এক কঠিন সময় পার করছে উল্লেখ করে তিনি নাগরিকদের প্রতি শৃঙ্খলা মেনে চলার আহবান জানান। রাণী তাঁর বক্তৃতায উল্লেখ করেন, ”আমরা একত্রে এই মহাদুর্যোগ মোকাবেলা করছি”, তিনি ব্রিটেনের জনসাধারনদের আশ্বস্থ করে বলেন, ”আমরা যদি ঐক্যবদ্ধ থাকি ও প্রতিগ্গাবদ্ধ হই, তাহলে আমরা এই মহাদুর্যোগ মোকাবেলা করবোই।”

রবিবার (৫ এপ্রিল) স্থানীয় সময় রাত ৮টায় টিভি চ্যানেল, রেডিও ও সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে তার এ ভাষণ একযোগে প্রচারিত হয়।

এই বিপর্যয়ের সময়ে ব্রিটিশরা যে দুঃখ, বেদনা ও আর্থিক সংকটের মুখোমুখি হচ্ছেন, ভাষণে তা-ও উল্লেখ করেন রানি। তিনি ধন্যবাদ জানান এনএইচএস (জাতীয় স্বাস্থ্যসেবা) এ কর্মরত সকল কর্মীদের। সংকটকালে জীবন বাজি রেখে আক্রান্তদের সেবা দিয়ে যাওয়া স্বাস্থ্যকর্মীদের প্রশংসা করেন তিনি।

প্রত্যেকে ব্যক্তিগতভাবে যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে তা পালনের ওপর জোর দেন রানি দ্বিতীয় এলিজাবেথ। তিনি বলেন, ”একটি ক্রমবর্ধমান চ্যালেঞ্জের সময়ে আমি কথা বলছি। আমাদের জাতীয় জীবনে এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে যা আমাদের জন্য বেদনার। অনেকের আর্থিক সংকট এবং আমাদের সবার দৈনন্দিন জীবনে একটি বিশাল পরিবর্তন নিয়ে এসেছে এই দুর্যোগ ।”

রানি বলেন, ”এই সংকটময় মুহূর্তে আমাদের নাগরিকরা এক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। তবে আমাদের প্রত্যাশা, পরিস্থিতি এক সময় স্বাভাবিক হবে, সুন্দর দিনগুলো আবার ফিরে আসবে। তখন সবাই এমন কঠিন পরিস্থিতি মোকাবিলা করে জয়ী হওয়ার জন্য গর্ব করবে। এ প্রজন্মের ব্রিটিশদের তখন অন্য যে কোনও সময়ের চেয়ে শক্তিশালী হিসেবে বিবেচনা করা হবে।”

উল্লেখ্য, যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪২ হাজার ৪৭৯। এর মধ্যে চার হাজার ৩২০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তদের মধ্যে রাজপরিবারের সদস্য থেকে শুরু করে প্রধানমন্ত্রী বরিস জনসন ও তার মন্ত্রিসভার সদস্যও রয়েছেন।