ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবাসীদের দাবিতে সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট বাঁচাতে বিএনপির উদ্যোগ ৬২টি আসনে বিএনপির বিদ্রোহী ৭২ জন  কাকরদিয়া- তেরাদল- আলিপুর এডুকেশন ট্রাস্ট ইউকের আনুষ্ঠানিক যাত্রা শুরু জামায়াত আমির বললেন, গালে হাত দিয়ে বসে থাকব না, গর্জে উঠব পাঁচ লাখ অভিবাসীকে বৈধ করবে স্পেন পৃথিবীতে জালিয়াতিতে চ্যাম্পিয়ন বাংলাদেশ: প্রধান উপদেষ্টা পুরস্কার ঘোষণা করে কী লাভ হলো? লুটের অস্ত্র অপরাধীদের হাতে, নির্বাচন ঘিরে ‘বাড়তি উদ্বেগ’ পে স্কেল নিয়ে বিক্ষোভ কর্মসূচিতে সরকারি কর্মচারীরা যুক্তরাজ্যে ‘অতিদারিদ্র্যে’ রেকর্ডসংখ্যক মানুষ, তালিকায় বাংলাদেশিরাও ভোট দিয়ে ফেলেছেন ৪ লাখ প্রবাসী

দুবাইয়ে অনুষ্ঠিত হলো ‘মুজিব থেকে বঙ্গবন্ধু’

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৪:৫৩:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২১ মার্চ ২০২১
  • / 837
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দুবাইয়ে সাংস্কৃতিক সন্ধ্যা ‘মুজিব থেকে বঙ্গবন্ধু’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে দুবাইস্থ বাংলাদেশ কনস্যুলেটের আয়োজনে সাংস্কৃতিক সন্ধ্যাটি অনুষ্ঠিত হয়। একই অনুষ্ঠানে ‘বঙ্গবন্ধু’ নামে একটি ম্যাগাজিনের মোড়কও উন্মোচন করা হয়। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ম্যাগাজিনটির মোড়ক উন্মোচন করেন।

প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত বলেন, জাতির পিতার অমরত্ব সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। বিশেষ করে প্রবাস প্রজন্মের কাছে বঙ্গবন্ধুকে পৌঁছে দিতে হবে। তুলে ধরতে হবে বঙ্গবন্ধুর অন্তর্ভূক্তিমূলক সমাজ ব্যবস্থার কথা। বঙ্গবন্ধু সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক মুক্তি চেয়েছেন। তার নেতৃত্বে ’৭১ এর স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে এই তিনটিই আমরা পেয়েছি।

অনুষ্ঠানের প্রথম পর্বে দূতাবাস কর্মকর্তা মোজাফফর হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন দুবাই বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল ইকবাল হোসাইন খান ও কনস্যুলেটের ডেপুটি কনসাল জেনারেল মো. সাহেদুল ইসলাম।

দ্বিতীয় পর্বে মামুন রেজা ও আরিফা নুসরাতের পরিচালনা এবং কাজী গুলশান আরার নির্দেশনায় সাংস্কৃতিক পর্বে অংশগ্রহণ করে একঝাঁক প্রবাসী শিল্পী। তারা বঙ্গবন্ধুর জীবনী পাঠ, গান, কবিতা আবৃত্তি ও পুঁথি পাঠ করেন। এ ছাড়া তৃতীয় পর্বে একক সঙ্গীত পরিবেশন করেন দেশ থেকে আগত শিল্পী মুনিয়া মুন।

অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে কনস্যুলেটের পরিবারের সদস্যরা, কমিউনিটি ও সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দুবাইয়ে অনুষ্ঠিত হলো ‘মুজিব থেকে বঙ্গবন্ধু’

আপডেট সময় : ০৪:৫৩:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২১ মার্চ ২০২১

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দুবাইয়ে সাংস্কৃতিক সন্ধ্যা ‘মুজিব থেকে বঙ্গবন্ধু’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে দুবাইস্থ বাংলাদেশ কনস্যুলেটের আয়োজনে সাংস্কৃতিক সন্ধ্যাটি অনুষ্ঠিত হয়। একই অনুষ্ঠানে ‘বঙ্গবন্ধু’ নামে একটি ম্যাগাজিনের মোড়কও উন্মোচন করা হয়। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ম্যাগাজিনটির মোড়ক উন্মোচন করেন।

প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত বলেন, জাতির পিতার অমরত্ব সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। বিশেষ করে প্রবাস প্রজন্মের কাছে বঙ্গবন্ধুকে পৌঁছে দিতে হবে। তুলে ধরতে হবে বঙ্গবন্ধুর অন্তর্ভূক্তিমূলক সমাজ ব্যবস্থার কথা। বঙ্গবন্ধু সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক মুক্তি চেয়েছেন। তার নেতৃত্বে ’৭১ এর স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে এই তিনটিই আমরা পেয়েছি।

অনুষ্ঠানের প্রথম পর্বে দূতাবাস কর্মকর্তা মোজাফফর হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন দুবাই বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল ইকবাল হোসাইন খান ও কনস্যুলেটের ডেপুটি কনসাল জেনারেল মো. সাহেদুল ইসলাম।

দ্বিতীয় পর্বে মামুন রেজা ও আরিফা নুসরাতের পরিচালনা এবং কাজী গুলশান আরার নির্দেশনায় সাংস্কৃতিক পর্বে অংশগ্রহণ করে একঝাঁক প্রবাসী শিল্পী। তারা বঙ্গবন্ধুর জীবনী পাঠ, গান, কবিতা আবৃত্তি ও পুঁথি পাঠ করেন। এ ছাড়া তৃতীয় পর্বে একক সঙ্গীত পরিবেশন করেন দেশ থেকে আগত শিল্পী মুনিয়া মুন।

অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে কনস্যুলেটের পরিবারের সদস্যরা, কমিউনিটি ও সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।