ঢাকা ১১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে প্রবেশে আরও ৩০ দেশের নাগরিকের ওপর নিষেধাজ্ঞা খাঁচা থেকে বের হওয়া সিংহী আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে লন্ডনে ফ্লাই রবিবার, নির্জন কারাবাস থেকেই খালেদা জিয়ার ‘নানা রোগের সূচনা’ জানালেন ফখরুল মহাকাশ থেকে পবিত্র  কাবা শরিফের উজ্জ্বল ছবি আন্দোলনে থাকা প্রাথমিকের শিক্ষকদের বদলি, ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত তারেক রহমানের দেশে ফেরা আবার অনিশ্চিত, কীভাবে ভোটার হবেন? খালেদা জিয়া ছাড়া পরিবারের কেউ ভিভিআইপি সুবিধা পাবেন না কুকুরছানা হত্যা মামলায় মায়ের সঙ্গে কারাগারে ২ বছরের শিশু খালেদা জিয়াকে লন্ডন নিতে ঢাকায় আসছেন জুবাইদা যুক্তরাজ্যের ৯ বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ বাংলাদেশি শিক্ষার্থী!

ডুমুরিয়ায় ভিলেস সুপার মার্কেট চত্বরে কৃষকের সহিত মতবিনিময় সভা

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৯:৩৯:২৪ অপরাহ্ন, রবিবার, ৩০ মে ২০২১
  • / 1327
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাসটেইনেবল এগ্রিকালচার, ফুড সিকিউরিটি এন্ড লিংকেজেস (সফল-২) ৩০ মে রবিবার সকালে সময় ডুমুরিয়ায় ভিলেস সুপার মার্কেট চত্বরে কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  মত বিনিময় সভাটি সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার উপ-পরিচালক মো: হাফিজুর রহমান।

প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এর নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার।  ভিলেজ সুপার মার্কেট পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া এবং এর সহযোগী সংস্থা উত্তরণ ও জাগরণী চক্র ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত ‘সফল’ প্রকল্পটি নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহায়তায় বাগেরহাট, যশোর, নড়াইল · নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার ১,২৫,০০০ জন কৃষক নিয়ে মৎস্য,ডেইরী, ফল সবজি এবং সয়াবিন খুলনা, সাতক্ষীরা,এর উত্তম কৃষি চাষের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি ও টেকসই বাজারজাতকরণের লক্ষ্যে ২০১৩ সাল থেকে কৃষকদের দক্ষতা উন্নয়নে কাজ করে যাচ্ছে।

তারই ফলশ্রুতিতে সফল প্রকল্পের কৃষকেরা ২০১৪ সাল থেকে দেশীয় বাজার, জাতীয় বাজার এবং বিভিন্ন সুপারশপে (যেমন- আগোরা, স্বপ্ন, গ্রীন বাজার ইত্যাদি) নিয়মিতভাবে সবজি ও ফল সরবরাহেব পাশাপাশি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর কারিগরি সহযোগিতায় ২০১৬ সাল থেকে সাতক্ষীরা জেলা থেকে আম রপ্তানী ও ২০১৮সাল থেকে যশোর জেলা হতে বাংলাদেশ ফ্রুটস, ভেজিটেবলস এন্ড এ্যালাইড প্রোডাক্টস এক্সপোর্টারস এসোসিয়েশন (বিএফভিএপিইএ) এর মাধ্যমে সবজি রপ্তানী শুরু করে ।

প্রধান অতিথি  আরো বলেন, এ পর্যন্ত ৮৪.৭৪ মে. টন আম (যার বাজারমূল্য ৬৩,৬৮,৮৪২ টাকা) এবং ১২৭০ মে.টন সবজি( যার বাজারমূল্য প্রায় ৫,২৩,১৭,৯১৫.২৮১ টাকা) সফল প্রকল্পের মাধ্যমে রপ্তানী হয়েছে। এ সকল সবজির মধ্যে বাঁধাকপি, পটল, পেঁপে, লাউ, চিচিঙ্গা, ধুন্দল, ঝিঙ্গা, কচুর লতি, বেগুন, সীম ইত্যাদি উল্লেখযোগ্য এবং আমের মধ্যে হিমসাগর, ল্যাড়া ও আম্রপালি উল্লেখযোগ্য ।

নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহায়তায় সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া এবং এর সহযোগী সংসহা উত্তরন কর্তৃক বাস্তবায়িত ‘সফল’ প্রকল্পটি খুলনা জেলার ডুমুরিয়াতে অবসিহত ভিলেজ সুপার মার্কেটে (ভিএসএম) ফসলের উৎপাদন বৃদ্ধি, আন্তজার্তিক ও দেশীয় বাজারে বাজারজাতকরণ বিষয়ক কৃষকদের সাথে একটি মত বিনিময় সভার আয়োজন করে । উক্ত সভায় করোনাকালীন স্বাস্হ্যবিধি মেনে কিছু সংখ্যক কৃষক, উদ্যোক্তা কালেকটর সেলার উপকরণ সরবরাহকারী ও আরও অনেকে অংশগ্রহণ করে ।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সফল প্রকল্প, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া,ঢাকা এর সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার ইন্দুভূষণ রায়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কান্ট্রি ম্যানেজার,সলিডারডাড নেটওয়ার্ক এশিয়া ঢাকার, সেলিম রেজা হাসান। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট খুলনা  এর মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা খুলনা শচীন্দ্র নাথ বিশ্বাস। ডুমুরিয়া উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডাক্তার মাহমুদা সুলতানা, খুলনা জেলা  কৃষি বিপণন অধিদপ্তের বাজার  কর্মকর্তা আব্দুস সালাম তরফদার।  কৃষি বিপণন অধিদপ্ত, বিএফভিএপিইএ, উত্তরণ ও সলিডারিডাড এর কো -অডিনেটার রাইয়া খাতুন , টিপনা ভিলেস সুপার মার্কেটের সভাপতি শেখ হেফজুর রহমান, উত্তরণ প্রকল্পের কৃষি কর্মকর্তা কৃষিবিদ ড, নাজমুন নাহার। উত্তরণ প্রকল্পের ম্যানেজার ইকবাল হোসেন,
উত্তরণ প্রকল্পের প্রোগ্রাম অফিসার তৈয়বুর রহমান, কৃষক শেখ ইছাক আলী ও কৃষানী হাসনা হেনা।
অনুষ্ঠান সার্বিক সঞ্চালনা করেন, সফল প্রকল্পের ম্যানেজার মিতা রহমান।

 

বিশ্বে এবার যমজ শিশু জন্মের রেকর্ড ।। 𝟝𝟚𝕓𝕒𝕟𝕘𝕝𝕒𝕥𝕧

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ডুমুরিয়ায় ভিলেস সুপার মার্কেট চত্বরে কৃষকের সহিত মতবিনিময় সভা

আপডেট সময় : ০৯:৩৯:২৪ অপরাহ্ন, রবিবার, ৩০ মে ২০২১

সাসটেইনেবল এগ্রিকালচার, ফুড সিকিউরিটি এন্ড লিংকেজেস (সফল-২) ৩০ মে রবিবার সকালে সময় ডুমুরিয়ায় ভিলেস সুপার মার্কেট চত্বরে কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  মত বিনিময় সভাটি সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার উপ-পরিচালক মো: হাফিজুর রহমান।

প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এর নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার।  ভিলেজ সুপার মার্কেট পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া এবং এর সহযোগী সংস্থা উত্তরণ ও জাগরণী চক্র ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত ‘সফল’ প্রকল্পটি নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহায়তায় বাগেরহাট, যশোর, নড়াইল · নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার ১,২৫,০০০ জন কৃষক নিয়ে মৎস্য,ডেইরী, ফল সবজি এবং সয়াবিন খুলনা, সাতক্ষীরা,এর উত্তম কৃষি চাষের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি ও টেকসই বাজারজাতকরণের লক্ষ্যে ২০১৩ সাল থেকে কৃষকদের দক্ষতা উন্নয়নে কাজ করে যাচ্ছে।

তারই ফলশ্রুতিতে সফল প্রকল্পের কৃষকেরা ২০১৪ সাল থেকে দেশীয় বাজার, জাতীয় বাজার এবং বিভিন্ন সুপারশপে (যেমন- আগোরা, স্বপ্ন, গ্রীন বাজার ইত্যাদি) নিয়মিতভাবে সবজি ও ফল সরবরাহেব পাশাপাশি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর কারিগরি সহযোগিতায় ২০১৬ সাল থেকে সাতক্ষীরা জেলা থেকে আম রপ্তানী ও ২০১৮সাল থেকে যশোর জেলা হতে বাংলাদেশ ফ্রুটস, ভেজিটেবলস এন্ড এ্যালাইড প্রোডাক্টস এক্সপোর্টারস এসোসিয়েশন (বিএফভিএপিইএ) এর মাধ্যমে সবজি রপ্তানী শুরু করে ।

প্রধান অতিথি  আরো বলেন, এ পর্যন্ত ৮৪.৭৪ মে. টন আম (যার বাজারমূল্য ৬৩,৬৮,৮৪২ টাকা) এবং ১২৭০ মে.টন সবজি( যার বাজারমূল্য প্রায় ৫,২৩,১৭,৯১৫.২৮১ টাকা) সফল প্রকল্পের মাধ্যমে রপ্তানী হয়েছে। এ সকল সবজির মধ্যে বাঁধাকপি, পটল, পেঁপে, লাউ, চিচিঙ্গা, ধুন্দল, ঝিঙ্গা, কচুর লতি, বেগুন, সীম ইত্যাদি উল্লেখযোগ্য এবং আমের মধ্যে হিমসাগর, ল্যাড়া ও আম্রপালি উল্লেখযোগ্য ।

নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহায়তায় সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া এবং এর সহযোগী সংসহা উত্তরন কর্তৃক বাস্তবায়িত ‘সফল’ প্রকল্পটি খুলনা জেলার ডুমুরিয়াতে অবসিহত ভিলেজ সুপার মার্কেটে (ভিএসএম) ফসলের উৎপাদন বৃদ্ধি, আন্তজার্তিক ও দেশীয় বাজারে বাজারজাতকরণ বিষয়ক কৃষকদের সাথে একটি মত বিনিময় সভার আয়োজন করে । উক্ত সভায় করোনাকালীন স্বাস্হ্যবিধি মেনে কিছু সংখ্যক কৃষক, উদ্যোক্তা কালেকটর সেলার উপকরণ সরবরাহকারী ও আরও অনেকে অংশগ্রহণ করে ।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সফল প্রকল্প, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া,ঢাকা এর সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার ইন্দুভূষণ রায়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কান্ট্রি ম্যানেজার,সলিডারডাড নেটওয়ার্ক এশিয়া ঢাকার, সেলিম রেজা হাসান। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট খুলনা  এর মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা খুলনা শচীন্দ্র নাথ বিশ্বাস। ডুমুরিয়া উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডাক্তার মাহমুদা সুলতানা, খুলনা জেলা  কৃষি বিপণন অধিদপ্তের বাজার  কর্মকর্তা আব্দুস সালাম তরফদার।  কৃষি বিপণন অধিদপ্ত, বিএফভিএপিইএ, উত্তরণ ও সলিডারিডাড এর কো -অডিনেটার রাইয়া খাতুন , টিপনা ভিলেস সুপার মার্কেটের সভাপতি শেখ হেফজুর রহমান, উত্তরণ প্রকল্পের কৃষি কর্মকর্তা কৃষিবিদ ড, নাজমুন নাহার। উত্তরণ প্রকল্পের ম্যানেজার ইকবাল হোসেন,
উত্তরণ প্রকল্পের প্রোগ্রাম অফিসার তৈয়বুর রহমান, কৃষক শেখ ইছাক আলী ও কৃষানী হাসনা হেনা।
অনুষ্ঠান সার্বিক সঞ্চালনা করেন, সফল প্রকল্পের ম্যানেজার মিতা রহমান।

 

বিশ্বে এবার যমজ শিশু জন্মের রেকর্ড ।। 𝟝𝟚𝕓𝕒𝕟𝕘𝕝𝕒𝕥𝕧