ডিমেনশিয়া নিয়ে লন্ডনে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে ব্যাপক সাড়া
৫২বাংলা মিডিয়া ও বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির উদ্যোগ
- আপডেট সময় : ০৪:১৩:২৬ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
- / 338
যুক্তরাজ্যে জন্ম নেওয়া প্রতি তিনজনের মধ্যে একজনের জীবদ্দশায় ডিমেনশিয়ায় আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তথ্যানুযায়ী, ২০৪০ সালের মধ্যে যুক্তরাজ্যে ডিমেনশিয়ায় আক্রান্ত মানুষের সংখ্যা ১৪ লক্ষে পৌঁছাতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, ডিমেনশিয়া বর্তমানে যুক্তরাজ্যের স্বাস্থ্যসেবা ও সামাজিক সেবাখাতের অন্যতম বড় সংকট।
![]()
তবে কমবয়সীরাও ডিমেনশিয়া হতে পারে, একে বলা হয় ইয়াং-অনসেট ডিমেনশিয়া (Young-onset dementia)।
ডিমেনশিয়ায় আক্রান্ত বেশিরভাগ মানুষের আলঝেইমারস ডিজিজ (Alzheimer’s disease), ভাসকুলার ডিমেনশিয়া (vascular dementia), অথবা লিউই বডি ডিমেনশিয়া (dementia with Lewy bodies বা DLB) থাকে।
তুলনামূলকভাবে কম মানুষ ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া (frontotemporal dementia বা FTD) ভোগে। এছাড়াও ডিমেনশিয়ার আরও কিছু ধরন রয়েছে, যেগুলি তুলনামূলকভাবে খুব অল্প মানুষের হয়ে থাকে।
Dementia সম্পর্কে কমিউনিটিতে ব্যাপক সচেতনতা ও প্রতিরোধের লক্ষ্যে ৫২বাংলা মিডিয়া ইউকে ও বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইউকে ALZEIMER’S SOCIETY (www.alzheimers.org.uk)- র জন্য আগষ্ট মাসব্যাপী ফান্ড রাইজ ও অ্যাওয়ারনেস ক্যাস্পেইন করেছে।
আলঝেইমারস সোসাইটি বৃটেনে ডিমেনশিয়া আক্রান্ত ব্যক্তিদের সহায়তা, গবেষণা এবং নীতি নির্ধারণের জন্য কাজ করা একটি দাতব্য সংস্থা। এই সংস্থাটি ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তি ও তাদের পরিবারকে সহযোগিতা, তথ্য ও পরামর্শ প্রদান করে এবং ডিমেনশিয়া সম্পর্কে সচেতনতা বাড়াতে ও গবেষণার জন্য তহবিল সংগ্রহ করে।
৫২বাংলা মিডিয়া ইউকে ও বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইউকে বাংলাদেশী কমিউনিটির মধ্যে ডিমেনশিয়া সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গ্রুপ ভিত্তিক ইস্ট লন্ডনের হোয়াটচ্যাপেল ষ্ট্রিট মার্কেট, টাওয়ার হেমলেটসের টাউন হল ও হোয়াইটচ্যাপেল আন্ডারগ্রাউন্ডের সামনে, আলতাব আলী পার্ক, ব্রিকলেইন, বাংলাটাউন, ওয়াটনি মার্কেট ও ওগেইট এর জনাকীর্ণ এলাকায় এই সচেতনতা ক্যাম্পেইন করে।
এসময় মানুষদের আলঝেইমারস সোসাইটি কীভাবে ডিমেনশিয়া সম্পর্কে সহায়তা করে, রোগটি বিশেষ করে প্রবীণদের মধ্যে কিভাবে প্রভাব ফেলে, সচেতনতা ও প্রতিরোধে লোকাল জিপি ও এনএইচএস এর অন্যান্য সেবাদানকারী প্রতিষ্ঠান থেকে কিভাবে বিনামূল্যে সহযোগিতা পাওয়া যায়- সেসব বিষয়ে তথ্য প্রদান করা হয়।
একই সাথে আলঝেইমারস সোসাইটি থেকে যে কোন ভাষায় এসংক্রান্ত তথ্য সহায়তা পাওয়া ও তাদের ইতিবাচক অন্যান্য কাজের দিকগুলোও জানানো হয়।
ক্যাম্পেইন কো-অডিনেটর ৫২বাংলা মিডিয়া ইউকের চেয়ারম্যান, ৫২বাংলা সম্পাদক আনোয়ারুল ইসলাম অভি বলেন, তথ্য মতে বৃটেনে প্রতি ৬ জনে ১জন বাংলাদেশী ডিমেনশিয়ায় আক্রান্তের ঝুকিতে রয়েছে।
আমাদের স্বাস্থ্য সচেতনা, নিউট্রিশন ব্যালেন্স ডায়েট এবং স্বাভাবিক জীবন যাত্রায় যেসব সমূহ ঝুঁকি রয়েছে সেগুলো সম্পর্কে আমাদের প্রবীণদের জানা ও মেনে চলা জরুরী।
ক্যাম্পেইনে আমরা সরাসরি ধারণা পেয়েছি যে, ডিমেসশিয়া সম্পর্কে মধ্যবয়সী ও প্রবীণরা খুব কমই জানেন।
ইন্টারনেট বান্ধব এই যুগে, নবীন ও প্রবীণদের সামাজিক সম্পর্কে একটি বড় বাধা প্রযুক্তি। মোবাইল ও অন্যান্য ডিভাইস কেড়ে নিচ্ছে সৃজনশীল সময়। যা আগামীতে প্রবীণদের আরও নি:সঙ্গ করে তুলবে।এরই মাঝে ডিমেনশিয়া একটা বড় স্বাস্হ্যগত সমস্যার নাম। এবিষয়ে কমিউনিটির বিভিন্ন শাখার ব্যক্তি ও সংগঠনকে জনসচেতনতায় এগিয়ে আশা সময়ের দাবি।
৫২বাংলা টিভির হেড অব কমিউনিটি অ্যাফেয়ার্স বলেন, ডিমেনশিয়া সম্পর্কে বাংলাদেশি কমিউনিটিতে এখনও ব্যাপক ভুল বোঝাবুঝি রয়েছে। প্রাথমিক উপসর্গগুলোকে অনেক সময় বার্ধক্যের অংশ হিসেবে বিবেচনা করা হয়।
মাসব্যাপী ক্যাম্পেইনে কমিউনিটির মানুষের সম্পৃক্ততা বাড়াতে আমাদের স্বেচ্চাসেবী টিম সফল হয়েছে। আলঝেইমারস সোসাইটিকে সহায়তায় তাদের লোগো যুক্ত অনেকগুলো টি- শার্ট কিনে, সেগুলো পরিধান করে সাধারণ মানুষের সাথে কথা বলেছি। পাশাপাশি এই সম্পর্কে সর্ট ভিডিও ও একাধিক ভিডিও প্রতিবেদন প্রচার করেছি। যাতে অগণিত মানুষ এই বিষয়ে সচেতন হতে পারে।
এই উদ্যোগটি কমিউনিটিতে ইতিবাচক প্রভাব ফেলে। এবং আগামীতেও আমাদের এরকম সচেতনতা ক্যাম্পেইন অব্যাহত থাকবে।
বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইউকের সাধারণ সম্পাদক এহসানুল হক সুবিন বলেন, ডিমেনশিয়া বিষয়ে যথাযথ সচেতনতা ও তথ্য না থাকায় অনেক অভিভাবক যথাসময়ে চিকিৎসা বঞ্চিত হচ্ছেন। মাসব্যাপী সচেতনতা ক্যাম্পেইনে আমাদের কমিউনিটিতে ডিমেনশিয়া সম্পর্কে মোটাদাগে অজ্ঞতার চিত্র প্রকাশ পেয়েছে। আমরা মনে করি বাংলা ভাষায় আরও তথ্যভিত্তিক ক্যাম্পেইনের প্রয়োজন রয়েছে।
তিনি আলঝেইমারস সোসাইটির সেবামূলক কাজের ভূয়সী প্রশংসা করে বলেন, আমাদের ফান্ডরাইজিং আলঝেইমারস সোসাইটির প্রদত্ত একাউন্টে সরাসরি জমা হয়েছে। আমরা জনসচেতনতা ও অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমে অন্যদের অনুপ্রাণীত করার কাজটি করেছি। যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।
প্রসঙ্গত ডিমেনশিয়া নিয়ে কাজ করা লিডিং চ্যারিটি প্রতিষ্ঠান ALZEIMERS SOCIETY এর ওয়েভ সাইট www.alzheimers.org.uk থেকে তথ্য, সেবা ও অন্যান্য সহযোগিতা পাওয়া যায়। তাদের ওয়েবসাইটে বাংলা ভাষায় তথ্য এবং অভিজ্ঞ কর্মীদের সাথে কথা বলা যায়। এছাড়াও অন্যান্য ভাষায়ও এই সেবা সমূহ পাওয়া যায়।




















