ডাকসু নির্বাচনেও সেনাবাহিনী!
- আপডেট সময় : ০১:৫৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
- / 204
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দিনে ক্যাম্পাসে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে সেনাবাহিনী। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ভোট গণনার সময় ভোটকেন্দ্রেও থাকবেন সেনাবাহিনীর সদস্যরা। ভোটের দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশন বন্ধ থাকবে। এছাড়া নির্বাচনের সাত দিন আগে থেকেই হলগুলোতে কোনো বহিরাগত থাকতে পারবে না।
এদিকে, মঙ্গলবার থেকে শুরু হয়েছে ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার। ভোটের আগে প্রচারণা চলবে ৭ সেপ্টেস্বর পর্যন্ত। নির্বাচনকে কেন্দ্র করে প্রায় সব প্রার্থীই লেভেল প্লেয়িং ফিল্ড না থাকার অভিযোগ করছেন। পাল্টাপাল্টি অভিযোগ দিচ্ছেন একে অপরের বিরুদ্ধে।
ছয় বছরের বেশি সময় বিরতির পর ৯ সেপ্টেম্বর ভোটগ্রহণের তারিখ রেখে ডাকসু নির্বাচনের তফসিল দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ২৮টি পদের বিপরীতে বৈধ প্রার্থীর সংখ্যা ৪৬২ জন।

















