ঘরে বসে আমিরাতে পাসপোর্ট নবায়নের সুযোগ
- আপডেট সময় : ০৮:৪৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২০
- / 1933
সংযুক্ত আরব আমিরাতের অন্যতম এবং আমিরাত সরকার কর্তৃক অনুমোদিত সংগঠন ‘বাংলাদেশ সমিতি’র কেন্দ্রীয় অফিসের পক্ষ থেকে আল আইনে মনোনীত প্রতিনিধিদের মাধ্যমে বাংলাদেশ দূতাবাসের অনুমোদনে সকল বাংলাদেশীদের পাসপোর্ট নবায়ন এবং শুধুমাত্র জরুরী অবস্হার ক্ষেত্রে ০১ বছরের মেয়াদ বৃদ্ধির সুযোগ সুবিধার ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে।
সমিতির কেন্দ্রীয় অফিসের সভাপতি, আল আইনের মনোনীত প্রতিনিধি ও বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের উপস্থিতিতে আল আইনের মনোনীত প্রতিনিধিগনকে পাসপোর্ট সংক্রান্ত সেবা প্রদানের নিয়মাবলী বুঝিয়ে দেওয়া হয়। প্রাথমিক ভাবে সমিতির পক্ষ থেকে নিম্নলিখিত প্রতিনিধিগনকে পাসপোর্ট নবায়ন কাজের দায়িত্ব প্রদান করা হয় এবং পরবর্তীতে প্রয়োজন অনুসারে আরও প্রতিনিধি বৃদ্ধি করা হবে। বর্তমান মনোনীত প্রতিনিধিগন হলেনঃ
০১। এম. এ. খায়ের নিজামী (আলহুদুদ টাইপিং সেন্টারের স্বত্তাধিকারী)
০২। ইঞ্জিনিয়ার মফিজুল ইসলাম (কার্যনির্বাহী সদস্য)
০৩। মোহাম্মদ সোহেল হোসেন খান
০৪। সাংবাদিক সরওয়ার উদ্দীন রণি
০৫। আবু হায়দার মাহের খান।
ঘরে বসে +৯৭১৫০৭৭৯৫২৭৬ নাম্বারে ফোন কলের মাধ্যমে পাসপোর্ট নবায়ন সংক্রান্ত সব ধরণের সেবা সমুহ গ্রহণ করা যাবে।

























