ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামে পারিবারিক নির্যাতনের কোনো স্থান নেই-শায়খ আব্দুল কাইয়ুম লিবিয়া থেকে ৩১০ বাংলাদেশি দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশে আরও ৩০ দেশের নাগরিকের ওপর নিষেধাজ্ঞা খাঁচা থেকে বের হওয়া সিংহী আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে লন্ডনে ফ্লাই রবিবার, নির্জন কারাবাস থেকেই খালেদা জিয়ার ‘নানা রোগের সূচনা’ জানালেন ফখরুল মহাকাশ থেকে পবিত্র  কাবা শরিফের উজ্জ্বল ছবি আন্দোলনে থাকা প্রাথমিকের শিক্ষকদের বদলি, ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত তারেক রহমানের দেশে ফেরা আবার অনিশ্চিত, কীভাবে ভোটার হবেন? খালেদা জিয়া ছাড়া পরিবারের কেউ ভিভিআইপি সুবিধা পাবেন না কুকুরছানা হত্যা মামলায় মায়ের সঙ্গে কারাগারে ২ বছরের শিশু

গোলাপগঞ্জে মেয়র প্রার্থী রাবেলের মিছিল পরবর্তী শেষ নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৩:০২:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১
  • / 840
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোলাপগঞ্জ (সিলেট) পৌরসভা নির্বাচনে বর্তমান মেয়র ও মেয়র প্রার্থী আমিনুল ইসলাম রাবেলের শেষ নির্বাচনী পথসভা গত বুধবার (২৭ জানুয়ারী) অনুষ্ঠিত হয়েছে। পৌর এলাকার ৯টি ওয়ার্ডের বিভিন্ন গ্রাম ও পাড়া মহল্লা থেকে জগ মার্কার কর্মী সমর্থকরা বিকেল ২টার পর থেকে ৫নং ওয়ার্ডের দাড়িপাতন চত্তরে সমবেত হতে থাকেন। সেখান থেকে হাজার মানুষের সমাগমে এক বিরাট মিছিল বের করা হলে মিছিলটি পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে চৌমুহনীতে এসে পথ সভায় মিলিত হয়।

এসময় মেয়র প্রার্থী আমিনুল ইসলাম রাবেল বলেন, আমি উপ নির্বাচনে জয়ী হয়ে মাত্র দুবছর সময় পেয়েছি। এসময়ের মধ্যে যে বরাদ্দ পেয়েছি তা সব ওয়ার্ডের কাউন্সিলারদের পরামর্শের আলোকে সমভাবে বন্টন করে উন্নয়নে নিজেকে সম্পৃক্ত রেখেছি। আমার দায়িত্ব কালীন সময়ে কোন ওয়ার্ডের নাগরিকগন বৈষম্যের শিকার হননি। আমি নির্বাচিত হলে আগামীতেও সমভাবে সকল ওয়ার্ডে উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাব। অতীতে ট্রেড লাইসেন্সের জন্য ব্যবসায়ীরা নানা ভাবে ভোগান্তির শিকার হয়েছেন। মাসের পর মাস পৌরসভায় গিয়েও ট্রেড লাইসেন্স পাননি। আমি দায়িত্ব লাভের পর এক দিনের মধ্যে ব্যবসায়ীদেরকে ট্রেডলাইসেন্স দেয়ার ব্যবস্থা করেছি।

রাবেল বলেন, আগামীতে সুযোগ পেলে সবার সহযোগীতা নিয়ে গোলাপগঞ্জ পৌরসভাকে সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত, অপরাধ মুক্ত একটি মডেল পৌরসভা গড়ে তুলব। এছাড়া পৌর এলাকার নাগরিকদের সুবিধার জন্য একটি পৌর গুরুস্থান ও একটি এ্যম্বুলেন্সের ব্যবস্থা করবেন বলে তিনি ঘোষণা দেন। গোলাপগঞ্জের ৪ হাজার পরিবারকে বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগের কথা উল্লেখ করে বলেন ইতিমধ্যে এ প্রকল্পের জন্য সরকার ২৫ কোটি টাকা বরাদ্দ করেছে। আগামীতে সুযোগ পেলে এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে নাগরিক সমাজের বিশুদ্ধ পানি সমস্যা সমাধান করবেন বলে জানান। উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে আগামী ৩০ জানুয়ারী জগ মার্কায় ভোট দিয়ে তাকে বিজয়ী করার জন্য সবার প্রতি আহবান জানান।

তিনি আরো বলেন, আমার পৌর এলাকায় কোরআন এবং নবীর বিরুদ্ধে কোন কটুক্তিকারীর স্থান নেই। এখানে রাজনীতির কোন স্থান নেই। যে যেই দলই করিনা কেন নবী এবং কোরআন ব্যাপারে আমি অতীতের ন্যায় সকল ধর্মপ্রান মানুষের কাতারে থেকে শক্ত হাতে প্রতিহত করেছি এবং করব। আমি আলিম উলামাদের সম্মান করি। উনারা আমার মাথার তাজ হয়ে থাকবেন।

পৌর এলাকার বিশিষ্ট মুরব্বি চান মিয়ার সভাপতিত্বে ও রাসেল আহমদের সঞ্চালনায় গোলাপগঞ্জ পৌর এলাকার বিশিষ্ট জনের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা সাদিকুর রহমান, আব্দুল মালিক, সেমুয়েল হোসেন চৌধুরী সামু, আজমল আলী , রাহেল আহমদ চৌধুরী, এনায়েত করিম খোকন । পথ সভা শেষে মোনাজাত করেন হযরত বশির আহমদ শায়খে বাঘার ছাব (র.) এর ছাহেবজাদা হাফিজ খলিল আহমদ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গোলাপগঞ্জে মেয়র প্রার্থী রাবেলের মিছিল পরবর্তী শেষ নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:০২:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১

গোলাপগঞ্জ (সিলেট) পৌরসভা নির্বাচনে বর্তমান মেয়র ও মেয়র প্রার্থী আমিনুল ইসলাম রাবেলের শেষ নির্বাচনী পথসভা গত বুধবার (২৭ জানুয়ারী) অনুষ্ঠিত হয়েছে। পৌর এলাকার ৯টি ওয়ার্ডের বিভিন্ন গ্রাম ও পাড়া মহল্লা থেকে জগ মার্কার কর্মী সমর্থকরা বিকেল ২টার পর থেকে ৫নং ওয়ার্ডের দাড়িপাতন চত্তরে সমবেত হতে থাকেন। সেখান থেকে হাজার মানুষের সমাগমে এক বিরাট মিছিল বের করা হলে মিছিলটি পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে চৌমুহনীতে এসে পথ সভায় মিলিত হয়।

এসময় মেয়র প্রার্থী আমিনুল ইসলাম রাবেল বলেন, আমি উপ নির্বাচনে জয়ী হয়ে মাত্র দুবছর সময় পেয়েছি। এসময়ের মধ্যে যে বরাদ্দ পেয়েছি তা সব ওয়ার্ডের কাউন্সিলারদের পরামর্শের আলোকে সমভাবে বন্টন করে উন্নয়নে নিজেকে সম্পৃক্ত রেখেছি। আমার দায়িত্ব কালীন সময়ে কোন ওয়ার্ডের নাগরিকগন বৈষম্যের শিকার হননি। আমি নির্বাচিত হলে আগামীতেও সমভাবে সকল ওয়ার্ডে উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাব। অতীতে ট্রেড লাইসেন্সের জন্য ব্যবসায়ীরা নানা ভাবে ভোগান্তির শিকার হয়েছেন। মাসের পর মাস পৌরসভায় গিয়েও ট্রেড লাইসেন্স পাননি। আমি দায়িত্ব লাভের পর এক দিনের মধ্যে ব্যবসায়ীদেরকে ট্রেডলাইসেন্স দেয়ার ব্যবস্থা করেছি।

রাবেল বলেন, আগামীতে সুযোগ পেলে সবার সহযোগীতা নিয়ে গোলাপগঞ্জ পৌরসভাকে সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত, অপরাধ মুক্ত একটি মডেল পৌরসভা গড়ে তুলব। এছাড়া পৌর এলাকার নাগরিকদের সুবিধার জন্য একটি পৌর গুরুস্থান ও একটি এ্যম্বুলেন্সের ব্যবস্থা করবেন বলে তিনি ঘোষণা দেন। গোলাপগঞ্জের ৪ হাজার পরিবারকে বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগের কথা উল্লেখ করে বলেন ইতিমধ্যে এ প্রকল্পের জন্য সরকার ২৫ কোটি টাকা বরাদ্দ করেছে। আগামীতে সুযোগ পেলে এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে নাগরিক সমাজের বিশুদ্ধ পানি সমস্যা সমাধান করবেন বলে জানান। উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে আগামী ৩০ জানুয়ারী জগ মার্কায় ভোট দিয়ে তাকে বিজয়ী করার জন্য সবার প্রতি আহবান জানান।

তিনি আরো বলেন, আমার পৌর এলাকায় কোরআন এবং নবীর বিরুদ্ধে কোন কটুক্তিকারীর স্থান নেই। এখানে রাজনীতির কোন স্থান নেই। যে যেই দলই করিনা কেন নবী এবং কোরআন ব্যাপারে আমি অতীতের ন্যায় সকল ধর্মপ্রান মানুষের কাতারে থেকে শক্ত হাতে প্রতিহত করেছি এবং করব। আমি আলিম উলামাদের সম্মান করি। উনারা আমার মাথার তাজ হয়ে থাকবেন।

পৌর এলাকার বিশিষ্ট মুরব্বি চান মিয়ার সভাপতিত্বে ও রাসেল আহমদের সঞ্চালনায় গোলাপগঞ্জ পৌর এলাকার বিশিষ্ট জনের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা সাদিকুর রহমান, আব্দুল মালিক, সেমুয়েল হোসেন চৌধুরী সামু, আজমল আলী , রাহেল আহমদ চৌধুরী, এনায়েত করিম খোকন । পথ সভা শেষে মোনাজাত করেন হযরত বশির আহমদ শায়খে বাঘার ছাব (র.) এর ছাহেবজাদা হাফিজ খলিল আহমদ।