রাজধানীতে হঠাৎ ‘জয় বাংলা’ স্লোগান
গুলিস্তানের পর এবার ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিল
- আপডেট সময় : ০৬:১৫:১১ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
- / 282
কার্যক্রম ‘নিষিদ্ধ’ থাকা রাজনৈতিক দল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শ খানেক নেতাকর্মী রাজধানীর ধানমণ্ডিতে মিছিল করেছে। তারা হঠাৎ ‘জয় বাংলা’ স্লোগানে ওই এলাকা মাতিয়ে তুলেন।
রবিবার (৩১ আগস্ট) বিকেল সোয়া ৩টার দিকে ধানমন্ডির ২৭ নম্বর সড়কের রাপা প্লাজা এলাকা থেকে শুরু হয়ে শংকরের বাংলাদেশ আই হসপিটালের সামনে পর্যন্ত মিছিল করে তারা। মিছিল থেকে শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতাদের নামে থাকা মামলা প্রত্যাহার ও অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবি জানানো হয়।
এর আগে সপ্তাহখানেক আগে গুলিস্তানের বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে আওয়ামী লীগের কয়েকশ কর্মীকে বিক্ষোভ করতে দেখা গিয়েছিল।
বিক্ষোভে অংশ নেওয়া এক ব্যক্তি নিজেকে যুবলীগের নেতা পরিচয় দিয়ে বলেন, “এখানে আওয়ামী লীগ ও সব সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আছেন।”
এক প্রত্যক্ষদর্শী জানান, “ধানমন্ডি ২৭ নম্বর মিনা বাজারের সামনে দিয়ে কয়েকশ মানুষ মিছিল করেছে। এ সময় মিছিল থেকে একটি ককটেলও বিস্ফোরণ ঘটানো হয়। এরপর মিছিলকারীরা দ্রুত শংকরের দিকে চলে যায়।”
ধানমন্ডি থানার ওসি ক্যশৈন্যু মারমা বলেন, “ধানমন্ডি ২৭ নম্বরের দিকে তাদের একটি মিছিল বের হয়েছিল। ২৫-৩০ জনের ওই মিছিল দ্রুত সরে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গেলেও কাউকে পাওয়া যায়নি।”
২০২৪ সালের ৫ আগস্ট গণআন্দোলনের মুখে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যান। তিন দিন পর ৮ আগস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এরপর থেকে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের বহু নেতা—মন্ত্রী, প্রতিমন্ত্রী ও প্রভাবশালী সংসদ সদস্যরা গ্রেপ্তার হন। জোটভুক্ত কয়েকটি দলের নেতাদেরও আটক করা হয়।
বর্তমানে আওয়ামী লীগের অধিকাংশ জ্যেষ্ঠ নেতা আত্মগোপনে থাকায় নিয়মিত রাজনৈতিক কার্যক্রমও বন্ধ রয়েছে।
অন্তর্বর্তী সরকার শেখ হাসিনা ও দলটির নেতাদের বিরুদ্ধে আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচার প্রক্রিয়া শুরু করেছে। বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রমে নিষেধাজ্ঞা বহাল রয়েছে। তবে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় মাঝে মাঝে দলটির কর্মীদের আকস্মিক মিছিলের খবর পাওয়া যায় এবং এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর ধরপাকড়ও হয়।

















