খুলনায় রূপসা সেতুর নিচে সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলুর লাশ
- আপডেট সময় : ০২:৪০:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
- / 118
খুলনার রূপসা সেতুর ২ নম্বর পিলারের বেজমেন্ট থেকে স্থানীয় সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলু দৈনিক আজকের কাগজ পত্রিকার খুলনা ব্যুরো প্রধান হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। এছাড়া তিনি স্থানীয় দৈনিক প্রবাহ পত্রিকাসহ বিভিন্ন পত্রিকায় কর্মরত ছিলেন।
রবিবার সন্ধ্যা ৭টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।
র্যাব-৬ এর উপ-অধিনায়ক মেজর মারুফ লাশের পরিচয় নিশ্চিত করেছেন।
লবণচরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রহিম জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নদীর ভেতরে হওয়ায় বিষয়টি নৌপুলিশকে জানানো হয়েছে।
নৌপুলিশ রূপসা ফাঁড়ির এসআই বেল্লাহ হোসেন জানান, সন্ধ্যা ৭টার দিকে তারা লাশটি উদ্ধার করেন। তার পরনে আকাশি রঙের টি-শার্ট ছিল। তার ডান হাত ও মুখমণ্ডল ক্ষতবিক্ষত ও ফুলে গেছে।
লবণচরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুর রহিম বলেন, “সন্ধ্যায় সেতু সংলগ্ন স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে নৌপুলিশকে খবর দেওয়া হয়।”
নৌ পুলিশ রূপসা ফাঁড়ির এসআই বেল্লাল হোসেন বলেন, “সন্ধ্যা ৭টার দিকে সেতুর ২ নং পিলারের বেজমেন্টের ওপর একটি লাশ পড়ে আছে এমন সংবাদ পেয়ে লাশটি উদ্ধার করা হয়। তার কাছে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে পুলিশ লাশ শনাক্ত করে। পরে সাংবাদিক বুলুর মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।


















