ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটময়’

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৫:১৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
  • / 148

খালেদা জিয়া

অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটময়’—এমন মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার জুমার নামাজ শেষে নয়া পল্টন কেন্দ্রীয় জামে মসজিদে খালেদা জিয়ার রোগমুক্তির জন্য বিশেষ দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এ তথ্য দেন তিনি।

ফখরুল বলেন, “গতকাল রাতে (বৃহস্পতিবার) ডাক্তাররা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়। তাই দলের পক্ষ থেকে আমরা গণতন্ত্রের নেত্রী, গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশব্যাপী সব মসজিদে দোয়া করার অনুরোধ জানিয়েছিলাম। সেই কর্মসূচির অংশ হিসেবে আজ নয়া পল্টনের মসজিদে নামাজ আদায় করে তার রোগমুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করেছি।”

তিনি আরও বলেন, “আমরা দোয়া করেছি—আল্লাহ যেন ম্যাডামকে সম্পূর্ণ সুস্থ করে জনগণের মাঝে ফিরিয়ে আনার সুযোগ দেন, যাতে তিনি আবার মানুষের জন্য কাজ করতে পারেন। আমরা আবারও দেশের মানুষের কাছে তার সুস্থতার জন্য দোয়া চাইছি। সবাই তার জন্য দোয়া করবেন।”

৭৯ বছর বয়সী খালেদা জিয়া বহুদিন ধরেই আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ কিডনি, লিভার, ফুসফুস ও চোখের নানা জটিলতায় ভুগছেন।

শনিবার ২৩ নভেম্বর রাতে স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য তাকে ঢাকার বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা–নিরীক্ষায় তার বুকে সংক্রমণ ধরা পড়লে তাকে ভর্তি করা হয়।

মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এফএম সিদ্দিকী সোমবার জানান, “গত কয়েক মাস ধরেই তিনি ঘন ঘন অসুস্থ হচ্ছিলেন। আজকে তাকে ভর্তি করানোর কারণ—একসঙ্গে কয়েকটি সমস্যা দেখা দেওয়া। বুকে সংক্রমণ হয়েছে। হার্টের আগের সমস্যার সঙ্গে এটা মিলে গিয়ে শ্বাসকষ্ট আরও বেড়ে যায়। তার স্থায়ী পেসমেকার আছে এবং আগে রিং (স্টেন্ট) পড়ানো হয়েছিল। হার্ট ও ফুসফুস দুটোই আক্রান্ত হওয়ায় দ্রুত হাসপাতালে আনা হয়েছে।”

শুক্রবার দোয়া মাহফিল শেষে মির্জা ফখরুল বলেন, “গণতন্ত্রের জন্য দেশনেত্রী সারাজীবন লড়াই করেছেন, কারাভোগ করেছেন। সবশেষে অসুস্থ হয়ে হাসপাতালে রয়েছেন।”

এর আগে সকালে জাতীয় প্রেসক্লাবে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলনেও তিনি বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা তুলে ধরে দেশবাসীর কাছে দোয়ার আহ্বান জানান।

ফখরুল বলেন, “ম্যাডাম এখন এভারকেয়ার হাসপাতালে। গতকাল রাত ২টার দিকে আমি ফিরেছি হাসপাতাল থেকে। তখনও ডাক্তাররা চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। আমি অনুরোধ করব, আপনারা তার আশু রোগমুক্তির জন্য দোয়া করবেন এবং দেশবাসীর কাছেও দোয়া চাওয়ার আহ্বান জানাচ্ছি।”

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাজধানীসহ সারা দেশের মসজিদগুলোতে জুমার পর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটময়’

আপডেট সময় : ০৫:১৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটময়’—এমন মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার জুমার নামাজ শেষে নয়া পল্টন কেন্দ্রীয় জামে মসজিদে খালেদা জিয়ার রোগমুক্তির জন্য বিশেষ দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এ তথ্য দেন তিনি।

ফখরুল বলেন, “গতকাল রাতে (বৃহস্পতিবার) ডাক্তাররা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়। তাই দলের পক্ষ থেকে আমরা গণতন্ত্রের নেত্রী, গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশব্যাপী সব মসজিদে দোয়া করার অনুরোধ জানিয়েছিলাম। সেই কর্মসূচির অংশ হিসেবে আজ নয়া পল্টনের মসজিদে নামাজ আদায় করে তার রোগমুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করেছি।”

তিনি আরও বলেন, “আমরা দোয়া করেছি—আল্লাহ যেন ম্যাডামকে সম্পূর্ণ সুস্থ করে জনগণের মাঝে ফিরিয়ে আনার সুযোগ দেন, যাতে তিনি আবার মানুষের জন্য কাজ করতে পারেন। আমরা আবারও দেশের মানুষের কাছে তার সুস্থতার জন্য দোয়া চাইছি। সবাই তার জন্য দোয়া করবেন।”

৭৯ বছর বয়সী খালেদা জিয়া বহুদিন ধরেই আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ কিডনি, লিভার, ফুসফুস ও চোখের নানা জটিলতায় ভুগছেন।

শনিবার ২৩ নভেম্বর রাতে স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য তাকে ঢাকার বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা–নিরীক্ষায় তার বুকে সংক্রমণ ধরা পড়লে তাকে ভর্তি করা হয়।

মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এফএম সিদ্দিকী সোমবার জানান, “গত কয়েক মাস ধরেই তিনি ঘন ঘন অসুস্থ হচ্ছিলেন। আজকে তাকে ভর্তি করানোর কারণ—একসঙ্গে কয়েকটি সমস্যা দেখা দেওয়া। বুকে সংক্রমণ হয়েছে। হার্টের আগের সমস্যার সঙ্গে এটা মিলে গিয়ে শ্বাসকষ্ট আরও বেড়ে যায়। তার স্থায়ী পেসমেকার আছে এবং আগে রিং (স্টেন্ট) পড়ানো হয়েছিল। হার্ট ও ফুসফুস দুটোই আক্রান্ত হওয়ায় দ্রুত হাসপাতালে আনা হয়েছে।”

শুক্রবার দোয়া মাহফিল শেষে মির্জা ফখরুল বলেন, “গণতন্ত্রের জন্য দেশনেত্রী সারাজীবন লড়াই করেছেন, কারাভোগ করেছেন। সবশেষে অসুস্থ হয়ে হাসপাতালে রয়েছেন।”

এর আগে সকালে জাতীয় প্রেসক্লাবে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলনেও তিনি বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা তুলে ধরে দেশবাসীর কাছে দোয়ার আহ্বান জানান।

ফখরুল বলেন, “ম্যাডাম এখন এভারকেয়ার হাসপাতালে। গতকাল রাত ২টার দিকে আমি ফিরেছি হাসপাতাল থেকে। তখনও ডাক্তাররা চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। আমি অনুরোধ করব, আপনারা তার আশু রোগমুক্তির জন্য দোয়া করবেন এবং দেশবাসীর কাছেও দোয়া চাওয়ার আহ্বান জানাচ্ছি।”

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাজধানীসহ সারা দেশের মসজিদগুলোতে জুমার পর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।