কাতারের আকাশসীমা বন্ধ, বাংলাদেশের দুই ফ্লাইট যেভাবে রক্ষা পেল
- আপডেট সময় : ১১:২০:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
- / 296

ইরানের ক্ষেপণাস্ত্র কাতারের দোহার মার্কিন বিমানঘাঁটিতে আঘাত হানার পরপরই কাতারের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়। এতে চরম ঝুঁকিতে পড়ে যায় মাঝ আকাশে থাকা ঢাকা থেকে দোহাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুটি ফ্লাইট।
সোমবার (২৩ জুন) রাতে আকাশসীমা বন্ধ হওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩২৫ ফ্লাইটটি ওমানের মাসকাট এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-৩৩৩ ফ্লাইটটি ভারতের আহমেদাবাদে জরুরি অবতরণ করে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, ফ্লাইটটি দোহাগামী থাকলেও আকাশসীমা বন্ধের কারণে কাতারে অবতরণ করা যায়নি। তাই এটি মাসকাট বিমানবন্দরে অবতরণ করে এবং জ্বালানি গ্রহণের পর ঢাকায় ফিরে আসবে। পাশাপাশি যাত্রীদের জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে ইউএস-বাংলা ফ্লাইটটি ভারতের জামনগর অতিক্রম করার সময় কাতারের সংকটের খবর জানতে পারে এবং তৎক্ষণাৎ আহমেদাবাদ বিমানবন্দরে অবতরণের সিদ্ধান্ত নেয়। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং বাহরাইন সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ রেখেছে। এর ফলে দোহা, দুবাই, আবুধাবি, কুয়েত এবং বাহরাইন হয়ে যাওয়া সব আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করা হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের প্রতি আহ্বান জানায়, যারা এই রুটে ভ্রমণের পরিকল্পনা করেছিলেন, তারা যেন সংশ্লিষ্ট এয়ারলাইন্সের অফিসের সঙ্গে জরুরি যোগাযোগ করে নতুন সূচিসম্পর্কে খোঁজ নেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
এ ছাড়া, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই রুটগুলোর আগমন ও বহির্গমনের সব বাণিজ্যিক ফ্লাইট স্থগিত থাকবে বলে জানানো হয়েছে। পরিস্থিতির উন্নতি ঘটলেই নতুন আপডেট জানাবে বিমানবন্দর কর্তৃপক্ষ।


















