ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

কাউন্সিলার শাহ সোহেলের উদ্যোগে ব্যবসায়ীর সাড়া
এনএইচএস স্টাফ ও ভলনারেবলদের খাবার বিতরণ

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৮:৩০:৫৮ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২০
  • / 1381
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মানুষ মানুষের জন্য। জীবন জীবনের জন্য। করোনাভাইরাসে বিপর্যস্ত লন্ডনাররা স্ব ইচ্ছায় ঘরে বন্দী। ইমার্জেন্সি সার্ভিস, এনএইচএস স্টাফ এবং কী-ওয়ার্কার ছাড়া কেউই বাহিরে বেরুচ্ছেন না। সবাই নিজের ও অপরের নিরাপত্তার ব্যাপারে খুবই সতর্ক। এই লকডাউনে কিছু  সংখ্যক স্বেচ্ছাসেবী নিজ উদ্যোগে এগিয়ে এসেছেন কমিউনিটির পাশে দাড়াতে। তাদের একজন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের হোয়াইট চ্যাপেল ওয়ার্ডের কাউন্সিলার শাহ সোহেল আমিন। তার উদ্যোগে সাড়া দিয়ে এগিয়ে এলেন হোয়াইট চ্যাপেলের বিশিষ্ঠ ব্যবসায়ী সোনারগাঁ রেস্টুরেন্টের মিসবাহ চৌধুরী। এনএইচএস স্টাফ ও ভলনারেবলদের জন্য প্রদান করলেন প্রায় দুই শত প্যাকেট বিরিয়ানি।

গত ৬ এপ্রিল সোমবার বেলা ২ টা ৩০ মিনিটে কোন অনুষ্ঠানিকতা ছাড়া একশত পঞ্চাশ প্যাকেট বিরিয়ানি তুলে দেয়া হয় রয়েল লন্ডন হসপিটালের স্টাফদের প্রতিনিধিদের হাতে। এসময় কাউন্সিলার শাহ সোহেল আমিনের সাথে ছিলেন ডেপুটি স্পীকার কাউন্সিলার মোহাম্মদ আহবাব হোসেন, কাউন্সিলার সাদ চৌধুরী, সোনারগাঁ রেস্টুরেন্টর বিজনেস পার্টনার মিসবাহ বি এস চৌধুরী ও কামরুজ্জামান চৌধুরী প্রমুখ। পরে বাংলা টাউন, বেথনাল গ্রীন ও বো এলাকায় কয়েকটি ভলনারেবল পরিবারের মধ্যে খাবার বিতরণ করেন এবং তাদের কুশলাদি ও খোজ খবর নেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কাউন্সিলার শাহ সোহেলের উদ্যোগে ব্যবসায়ীর সাড়া
এনএইচএস স্টাফ ও ভলনারেবলদের খাবার বিতরণ

আপডেট সময় : ০৮:৩০:৫৮ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২০

মানুষ মানুষের জন্য। জীবন জীবনের জন্য। করোনাভাইরাসে বিপর্যস্ত লন্ডনাররা স্ব ইচ্ছায় ঘরে বন্দী। ইমার্জেন্সি সার্ভিস, এনএইচএস স্টাফ এবং কী-ওয়ার্কার ছাড়া কেউই বাহিরে বেরুচ্ছেন না। সবাই নিজের ও অপরের নিরাপত্তার ব্যাপারে খুবই সতর্ক। এই লকডাউনে কিছু  সংখ্যক স্বেচ্ছাসেবী নিজ উদ্যোগে এগিয়ে এসেছেন কমিউনিটির পাশে দাড়াতে। তাদের একজন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের হোয়াইট চ্যাপেল ওয়ার্ডের কাউন্সিলার শাহ সোহেল আমিন। তার উদ্যোগে সাড়া দিয়ে এগিয়ে এলেন হোয়াইট চ্যাপেলের বিশিষ্ঠ ব্যবসায়ী সোনারগাঁ রেস্টুরেন্টের মিসবাহ চৌধুরী। এনএইচএস স্টাফ ও ভলনারেবলদের জন্য প্রদান করলেন প্রায় দুই শত প্যাকেট বিরিয়ানি।

গত ৬ এপ্রিল সোমবার বেলা ২ টা ৩০ মিনিটে কোন অনুষ্ঠানিকতা ছাড়া একশত পঞ্চাশ প্যাকেট বিরিয়ানি তুলে দেয়া হয় রয়েল লন্ডন হসপিটালের স্টাফদের প্রতিনিধিদের হাতে। এসময় কাউন্সিলার শাহ সোহেল আমিনের সাথে ছিলেন ডেপুটি স্পীকার কাউন্সিলার মোহাম্মদ আহবাব হোসেন, কাউন্সিলার সাদ চৌধুরী, সোনারগাঁ রেস্টুরেন্টর বিজনেস পার্টনার মিসবাহ বি এস চৌধুরী ও কামরুজ্জামান চৌধুরী প্রমুখ। পরে বাংলা টাউন, বেথনাল গ্রীন ও বো এলাকায় কয়েকটি ভলনারেবল পরিবারের মধ্যে খাবার বিতরণ করেন এবং তাদের কুশলাদি ও খোজ খবর নেন।