কলমাকান্দায় পাথর ভর্তি লরি নিয়ন্ত্রণ হারিয়ে খালে, চালক নিহত
- আপডেট সময় : ০৪:২২:১০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২০
- / 884
শেখ শামীম, কলমাকান্দা (নেত্রকোণা)
পাথর ভর্তি লরি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে লরির চালক নিহত ও হেলপার আহত হয়েছে। গত শুক্রবার দিবাগত রাত প্রায় দেড়টার দিকে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার চান্দুয়াইল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত লরি চালক রবি হোসেন (২৫) পাশ্ববর্তী উপজেলা দুর্গাপুরের চন্ডিগড় ইউনিয়নের চারিখাল গ্রামের মো. আব্দুর রহমানের ছেলে। আহত হেলপার একই এলাকার কালাচাঁনের ছেলে নুরুল ইসলাম (২৭)।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গত শুক্রবার দিবাগত রাত প্রায় দেড়টার দুর্গাপুর থেকে পাথর ভর্তি একটি লরি কলমাকান্দা উপজেলার চান্দুয়াইল ব্রিজ নামক এলাকায় আসলে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালের পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক নিহত হয়। পরে ট্রিপল নাইনে খবর পেয়ে কলমাকান্দা ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। খাল থেকে লরি সহ চালকের লাশ ও হেলপারকে আহত অবস্থায় উদ্ধার।
কলমাকান্দার ফায়ার সার্ভিসের স্টেশনের ইনচার্জ মো. রফিকুল ইসলাম জানান, ৯৯৯ কল পেয়ে আমরা ঘটনাস্থলে এসে লরি সহ চালকের লাশ ও হেলপারকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। আহত লরির হেলপারকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। উদ্ধারের পরপরই অভিযোগ না থাকায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নুরে আলম লরি চালকের লাশ নিহতের বাবার কাছে হস্তান্তর করেছেন বলে তিনি জানান।




















