‘করি পণ-আজীবন সৎ পথে চলবো’-একটি অনুকরণীয় উদ্যোগ
- আপডেট সময় : ০৩:৩৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১
- / 1118
শিক্ষা , লেখক ও সামাজিক অনুপ্রেরণাবান্ধব চ্যারিটি প্রতিষ্ঠান সমছুল-করিমা ফাউন্ডেশন এর উদ্যোগে কোমলমতি ও এতিম শিক্ষার্থীদের সৃজনশীলকাজে উদ্ধুদ্ধকরণ এবং একটি দিন তাদের জন্য আনন্দময় করে রাখতে একটি ব্যতিক্রমি উদ্যোগ নিয়েছে।
অন্ধকারে আলো শ্লোগাণ নিয়ে কাজ করা সমছুল-করিমা ফাউন্ডেশন বড়লেখা উপজেলার লিচুবাগান নুরানি তালিমুল কোরআন ইসলামি একাডেমি ও এতিমখানায় অর্ধশত শিক্ষার্থীদেরকে তাদের পছন্দের দুপুরের খাবার ও সৃজনশীলকাজে ব্যবহার উপযোগী ডায়েরি ও কলম উপহার দেয়া হয়।
১০ নভেম্বর বুধবার একাডেমি হলরুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানের শিরোনাম ছিল- ‘করি পণ- আজীবন সৎ পথে চলবো।’
মূলত শিক্ষকদের মাধ্যমে, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি মৌলিক ও সৃজনশীল শিক্ষার গুরুত্ব এবং ব্যক্তি জীবনে কীভাবে একজন সৎ ও মানবিক মানুষ হিসাবে নিজেকে তৈরী করতে হবে – এই আলোকে শিক্ষার আদেশ- নিষেধ ও উপদেশ ইত্যাদি বিষয়ে ছাত্রদের অনুপ্রেরণামূলক বক্তব্যের মাধ্যমে তাদেরকে জাগরিত করা হয়।
একাডেমির শিক্ষক মাওলানা সাইফুর রহমানের সঞ্চালনায় একাডেমির সুপার মাওলানা মঈনুল ইসলামের সভাপিত্বে প্রধান অতিথি ছিলেন -গোলাপগঞ্জ ফুলবাড়ি ফাজিল ডিগ্রী মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা ইব্রাহীম আলী ।
প্রধান অতিথি অনুপ্রেরণাদায়ী মহতি কাজের প্রসংশা করে বলেছেন- সমছুল-করিমা ফাউন্ডেশনের এই উদ্যোগটি অন্যান্যদের জন্য হতে পারে অনুকরণীয় দৃষ্টান্ত। এই ফাউন্ডেশন শিক্ষা ও শিক্ষক বান্ধব নানা কাজ সহ বৃক্ষরোপন এবং মানবিক কাজ করে আসছে।
বিশেষ করে তুলনামূলক সুবিধা বঞ্চিত এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মনে সততা ও অনুপ্রেরণা জাগবে এবং বড় হলে তাদের ব্যক্তি জীবনে জাগরণ ঘটাবে বলে বিশ্বাস করি।
তিনি এই শিক্ষাবান্ধব কাজের জন্য সমছুল-করিমা ফাউন্ডেশন কে ধন্যবাদ জানিয়ে বলেন, এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য আজ একটি বিশেষ দিন- আনুষ্ঠানিক অনুপ্রেরণায় এখান যে ছাত্ররা স্বপ্ন দেখতে শিখবে- শিক্ষক- লেখক, কবি –সাহিত্যিক হতে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লিচুবাগান নুরানি তালিমুল কোরআন ইসলামি একাডেমি ও এতিমখানায় পরিচালনা পর্ষদের সভাপতি ডা: আব্দুন নূর, মাওলানা মিজানুর রহমান, মাওলানা সাইফুর রহমান, হাফিজ মাওলানা আব্দুল খালিক।
বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, বাংলাদেশে শিক্ষার হার বাড়ছে ঠিক। কিন্তু সৎ ও মানবিক মানুষের সংখ্যা বাড়ছে না। ’করি পণ-আজীবন সৎ পথে চলব’- শিরোনামের সৃজনশীল ও প্রেরণামূলক এই উদ্যোগটি অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে দিতে পারলে শিশুকাল থেকে শিক্ষার্থীরা নিজেকে নিয়ে ভাবতে এবং মানবিক কাজে সম্পৃক্ত হতে অনুপ্রাণীত হবে ।
বক্তারা এই শিক্ষাবান্ধব কাজের জন্য সমছুল-করিমা ফাউন্ডেশন কে ধন্যবাদ দিয়ে বলেন, এই উদ্যোগে শিক্ষার্থীরা লেখাপড়ায় আরও মনযোগী হবে। একদিন এখান থেকেও বেরিয়ে আসতে পারে লেখক, কবি -সাহিত্যিক।
ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর সাংবাদিক মো:ইবাদুর রহমান জাকির লিচুবাগান নুরানি তালিমুল কোরআন ইসলামি একাডেমি ও এতিমখানাকে ধন্যবাদ জানিয়ে বলেন ,ভালো কাজে অনুপ্রেরণা এবং শিক্ষাজীবনে নিজের ভবিষ্যত স্বপ্ন নিয়ে চর্চার জন্য এতিম অর্ধশত শিক্ষার্থীদের হাতে ডায়েরি -কলম তুলে দিতে পেরে আমরা খুশি।
এদিকে শিক্ষার্থীরাও ব্যতিক্রমধর্মী এই প্রেরণামূলক কাজে সম্পৃত হয়ে নিজেদের আনন্দ ও তৃপ্তির কথা জানিয়েছেন। তারা বলেছেন, নিজের স্বপ্ন ও মানবিক চর্চা নিয়ে আগে তারা এভাবে ভাবেননি। এই সুযোগ পেয়ে তারা খুব খুশী।
পরে খতমে খাজেগান পড়ে সমছুল -করিমা ফাউন্ডেশনের সংশ্লিষ্ট ও বিশ্বের সকল বঞ্চিত- নিপীড়িত মানুষের সুস্থতা ও কল্যাণ কামনা এবং মৃত্যুবরণকারীদের পরকালীন শান্তি কামনা করেন মোনাজাত পরিচালনা করেন গোলাপগঞ্জ ফুলবাড়ি ফাজিল ডিগ্রী মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা ইব্রাহীম আলী।
প্রসঙ্গত অন্ধকারে আলো শ্লোগাণ নিয়ে ২০০৪ সাল থেকে সমছুল-করিমা ফাউন্ডেশন বিভিন্ন মানবিক , শিক্ষা- শিক্ষক সম্পর্কিত এবং সমাজসেবামূলক কাজ ধারাবাহিকভাবে নিদৃষ্ট প্রকল্পের মাধ্যমে করছে। ‘মানবিক স্বজন‘ এর আওতায় নিভৃতে বঞ্চিত ও দুস্থ মানুষের ঘরে খাবার সামগ্রী বিতরণ। ‘সবুজে হাসি সবুজে বাঁচি’ প্রকল্পের মাধ্যমে অস্বচ্ছল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলদ ও ঔষধি বৃক্ষ রোপন, মৌলিক ও সৃজনশীল প্রকল্প- ’সৃষ্টি ঘর’ এর আওতায় প্রাথমিক বিদ্যালয়ে চিত্রাঙ্কন ও সাহিত্য -সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং প্রতিশ্রুতিশীল লেখকদের বই প্রকাশ, পবিত্র রমজান মাসে নিন্মবিত্ত পরিবারের জন্য ‘হাসি মুখে ইফতার’, প্রবীন অসহায়দের জন্য –’প্রশান্তির হাসি’, কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ‘আমার স্বপ্ন’ প্রকল্পের মাধ্যমে তৃণমূলে কাজ করে আসছে।























