ওসমানীনগরের বুরুঙ্গায় বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
- আপডেট সময় : ০৫:৫১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১
- / 1245
বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের অন্যতম সদস্য আলহাজ্ব নুরুন নাহার চৌধুরী রাজ্জাক’র সৌজন্যে ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের পশ্চিম টিলাপাড়াস্থ তাহার পৈতৃক বাড়ীতে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পের আয়োজন করা হয়।
১৭ই অক্টোবর রবিবার,দিনব্যাপী পরিচালিত উক্ত ক্যাম্পে প্রায় সহস্রাধিক রোগীকে সাধারণ চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়। প্রায় পাঁচ শতাধিক চক্ষু রোগীকে চক্ষু সেবা, চোখের রিডিং গ্লাস ও ঔষধ প্রদান এবং শতাধিক রোগীর চোখের ছানি অপারেশন করা হয়। এছাড়াও উক্ত ক্যাম্পে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের মেডিকেল টিমের সার্বিক তত্বাবধানে এবং যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব হাবিবুর রহমান চৌধুরী জয়নাল ও সেচ্ছাসেবকগনের আন্তরিক সহযোগিতায় উক্ত বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী সমাজকর্মী আনহারুজ্জামান চৌধুরী, বুরুঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব খলিল আহমেদ, সমাজ কর্মী ও ব্যবসায়ী শাহনুর মিয়া, সমজুল হক আলখাস, আতাউর রহমান চৌধুরী, আখতারুজ্জামান চৌধুরী, আব্দুল বাসিত, মাইদুল ইসলাম চৌধুরী, মাজহারুল ইসলাম, আমিনুর রহমান চৌধুরী পাবলু, বজলুর রশিদ চৌধুরী সহ স্থানীয় জন প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীবৃন্দ।
আগত সেবা প্রার্থীগণ বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং পল্লী এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে ক্যাম্পের আয়োজক ও উদ্যোক্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই ধরনের চিকিৎসা সেবা ক্যাম্প চলমান রাখার দাবি জানান।





















