ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘পাওয়ার অব অ্যাটর্নি’ সংশোধন, প্রবাসীদের কতটা সুবিধা হল? রূপসায় গুলিতে সৌদি প্রবাসী যুবক নিহত গণভোট প্রশ্নে বিএনপির প্রস্তাব ভুল, স্বীকার করলেন আমীর খসরু ‘আসন সমঝোতা’ জামায়াতের ‘গোপন’ কৌশল? ট্রাম্প বললেন, নিউইয়র্ক সার্বভৌমত্ব হারিয়েছে, কমিউনিস্ট শহর হয়ে যাবে সৌদিতে সভা-সমাবেশে কঠোর ব্যবস্থা: সতর্কতা দূতাবাসের মামদানির জয়—ট্রাম্পের ক্ষমতা কি নড়বড়ে হচ্ছে? চট্টগ্রামে প্রকাশ্যে গুলি বিএনপি প্রার্থী গুলিবিদ্ধ, ‘শীর্ষ সন্ত্রাসী’ সরোয়ার নিহত নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র মামদানি, ভাঙলেন সর্বকনিষ্ঠের রেকর্ড পিতৃপরিচয়ে ধানের শীষ পেলেন ২৪ জন, প্রথমবার নির্বাচনে ৮১ জন

ইস্টহ্যান্ডস-এর উদ্যোগে লন্ডনে সেইফগার্ডিং ট্রেনিং সেশন

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৪:১৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • / 104
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিটি ব্রিজ ফাউন্ডেশনের সহায়তায় ইস্টহ্যান্ডস (EastHands) সফলভাবে আয়োজন করেছে একটি গুরুত্বপূর্ণ সেইফগার্ডিং ট্রেনিং সেশন। এটি অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর ১২টায় লন্ডন বাংলা প্রেস ক্লাবের হলে।

এই প্রশিক্ষণ সেশনে ৩০ জনেরও বেশি চ্যারিটি কর্মী, কেয়ারার, যুব ক্রীড়া সংগঠক, স্বেচ্ছাসেবক ও কমিউনিটি নেতারা অংশ নেন। ট্রেনিংয়ের মূল লক্ষ্য ছিল ঝুঁকিপূর্ণ ও দুর্বল ব্যক্তিদের সুরক্ষায় সেফগার্ডিং নীতিমালা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং অংশগ্রহণকারীদের দক্ষ করে তোলা।

অংশগ্রহণকারীরা শিখেছেন— কীভাবে সেফগার্ডিং উদ্বেগ সঠিকভাবে মোকাবিলা করতে হয়, কীভাবে নিরাপদ প্র্যাকটিস বাস্তবায়ন করা যায়, এবং সংগঠন ও কমিউনিটির মধ্যে সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করা যায়।

প্রশিক্ষণ পরিচালনা করেন জাকির হোসেন পারভেজ, আর তাকে সহযোগিতা করেন থার্ড সেক্টর বিশেষজ্ঞ শোয়েভ আহমেদ। ইন্টার‌্যাকটিভ এই সেশনে অংশগ্রহণকারীরা বাস্তব উদাহরণের মাধ্যমে বিষয়গুলো অনুশীলন করেন এবং প্রশিক্ষণ শেষে তাদের সার্টিফিকেট প্রদান করা হয়।

ইস্টহ্যান্ডস-এর চেয়ার নবাব উদ্দিন বলেন, “সেফগার্ডিং সকলের দায়িত্ব। ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের সুরক্ষায় আমাদের কমিউনিটির এমন সচেতন ও সক্রিয় অংশগ্রহণ আমাদের সত্যিই অনুপ্রাণিত করেছে।”

এই ট্রেনিং সেশন ইস্টহ্যান্ডস-এর চলমান উদ্যোগের অংশ, যার লক্ষ্য শিক্ষা ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আরও নিরাপদ ও শক্তিশালী কমিউনিটি গঠন করা।

ইস্টহ্যান্ডস থেকে অংশগ্রহণ করেন, ফাহিমা বেগম নীনা, সামিয়া খান মিথিলা, সালেহ আহমেদ, কিনু মিয়া, বিশ্বদীপ দাস, আহাদ চৌধুরী বাবু, হাসনাত চৌধুরী, আসম মাসুম, নাজমুল হোসেন, বাবলুল হক, মো. জাহেদী ক্যারল, হাফসা নূর, রাহমত আলী, খালেদ মাসুদ রনি ও তানভির আহমেদ তারেক।

স্পোর্টিফ (Sportif) থেকে অংশগ্রহণকারীরা ছিলেন, মোহাম্মদ আতিকুর রহমান, মুহিবুল আলম, ফরহাদ উদ্দিন, শুয়েব আহমেদ ও তারিকুল ইসলাম।

অন্যান্য অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন, পপি বেগম, বর্ণালী দাস, শরিফুল ইসলাম, মো. মহিদুল ইসলাম, দিলোয়ার হোসেন, তাজিনুর নাহার, শেলি বেগম ও তাসনুবা ইসলাম ফারিহা।

নিউজটি শেয়ার করুন

ইস্টহ্যান্ডস-এর উদ্যোগে লন্ডনে সেইফগার্ডিং ট্রেনিং সেশন

আপডেট সময় : ০৪:১৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

সিটি ব্রিজ ফাউন্ডেশনের সহায়তায় ইস্টহ্যান্ডস (EastHands) সফলভাবে আয়োজন করেছে একটি গুরুত্বপূর্ণ সেইফগার্ডিং ট্রেনিং সেশন। এটি অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর ১২টায় লন্ডন বাংলা প্রেস ক্লাবের হলে।

এই প্রশিক্ষণ সেশনে ৩০ জনেরও বেশি চ্যারিটি কর্মী, কেয়ারার, যুব ক্রীড়া সংগঠক, স্বেচ্ছাসেবক ও কমিউনিটি নেতারা অংশ নেন। ট্রেনিংয়ের মূল লক্ষ্য ছিল ঝুঁকিপূর্ণ ও দুর্বল ব্যক্তিদের সুরক্ষায় সেফগার্ডিং নীতিমালা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং অংশগ্রহণকারীদের দক্ষ করে তোলা।

অংশগ্রহণকারীরা শিখেছেন— কীভাবে সেফগার্ডিং উদ্বেগ সঠিকভাবে মোকাবিলা করতে হয়, কীভাবে নিরাপদ প্র্যাকটিস বাস্তবায়ন করা যায়, এবং সংগঠন ও কমিউনিটির মধ্যে সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করা যায়।

প্রশিক্ষণ পরিচালনা করেন জাকির হোসেন পারভেজ, আর তাকে সহযোগিতা করেন থার্ড সেক্টর বিশেষজ্ঞ শোয়েভ আহমেদ। ইন্টার‌্যাকটিভ এই সেশনে অংশগ্রহণকারীরা বাস্তব উদাহরণের মাধ্যমে বিষয়গুলো অনুশীলন করেন এবং প্রশিক্ষণ শেষে তাদের সার্টিফিকেট প্রদান করা হয়।

ইস্টহ্যান্ডস-এর চেয়ার নবাব উদ্দিন বলেন, “সেফগার্ডিং সকলের দায়িত্ব। ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের সুরক্ষায় আমাদের কমিউনিটির এমন সচেতন ও সক্রিয় অংশগ্রহণ আমাদের সত্যিই অনুপ্রাণিত করেছে।”

এই ট্রেনিং সেশন ইস্টহ্যান্ডস-এর চলমান উদ্যোগের অংশ, যার লক্ষ্য শিক্ষা ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আরও নিরাপদ ও শক্তিশালী কমিউনিটি গঠন করা।

ইস্টহ্যান্ডস থেকে অংশগ্রহণ করেন, ফাহিমা বেগম নীনা, সামিয়া খান মিথিলা, সালেহ আহমেদ, কিনু মিয়া, বিশ্বদীপ দাস, আহাদ চৌধুরী বাবু, হাসনাত চৌধুরী, আসম মাসুম, নাজমুল হোসেন, বাবলুল হক, মো. জাহেদী ক্যারল, হাফসা নূর, রাহমত আলী, খালেদ মাসুদ রনি ও তানভির আহমেদ তারেক।

স্পোর্টিফ (Sportif) থেকে অংশগ্রহণকারীরা ছিলেন, মোহাম্মদ আতিকুর রহমান, মুহিবুল আলম, ফরহাদ উদ্দিন, শুয়েব আহমেদ ও তারিকুল ইসলাম।

অন্যান্য অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন, পপি বেগম, বর্ণালী দাস, শরিফুল ইসলাম, মো. মহিদুল ইসলাম, দিলোয়ার হোসেন, তাজিনুর নাহার, শেলি বেগম ও তাসনুবা ইসলাম ফারিহা।