ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আরও পেছাল খালেদা জিয়ার লন্ডনযাত্রা ইসলামে পারিবারিক নির্যাতনের কোনো স্থান নেই-শায়খ আব্দুল কাইয়ুম লিবিয়া থেকে ৩১০ বাংলাদেশি দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশে আরও ৩০ দেশের নাগরিকের ওপর নিষেধাজ্ঞা খাঁচা থেকে বের হওয়া সিংহী আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে লন্ডনে ফ্লাই রবিবার, নির্জন কারাবাস থেকেই খালেদা জিয়ার ‘নানা রোগের সূচনা’ জানালেন ফখরুল মহাকাশ থেকে পবিত্র  কাবা শরিফের উজ্জ্বল ছবি আন্দোলনে থাকা প্রাথমিকের শিক্ষকদের বদলি, ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত তারেক রহমানের দেশে ফেরা আবার অনিশ্চিত, কীভাবে ভোটার হবেন? খালেদা জিয়া ছাড়া পরিবারের কেউ ভিভিআইপি সুবিধা পাবেন না

ইশরাকের ভবিষ্যৎ কী? ইসির ভূমিকা নিয়ে আপিল বিভাগের অসন্তোষ

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৪:২৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
  • / 273
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ ঠেকাতে করা আবেদন পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এই প্রেক্ষাপটে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে দেশের সর্বোচ্চ আদালত মন্তব্য করেছে, নির্বাচন কমিশন এই ঘটনায় তাদের সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেনি। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ সদস্যের আপিল বেঞ্চ বৃহস্পতিবার (২৯ মে ২০২৫) এই পর্যবেক্ষণ দেয়।

তবে এই রায়ের পরও অনিশ্চয়তা কাটেনি—ইশরাক হোসেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পারবেন কি না, সে বিষয়ে কোনো সুস্পষ্ট দিকনির্দেশনা পাওয়া যায়নি।

নির্বাচন কমিশন ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট জারির আগে আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছিল, এই বিষয়টিও আপিল বিভাগে অসন্তোষের কারণ হয়।

আদালত জানায়, সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন স্বাধীনভাবে দায়িত্ব পালনের ক্ষমতা রাখে। অথচ কমিশন সেই ক্ষমতা প্রয়োগ না করে আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছে, যা সাংবিধানিক দৃষ্টিকোণ থেকে সঠিক নয়। কারণ, সংবিধান অনুসারে মন্ত্রণালয়কে নির্বাচন কমিশনকে সহযোগিতা করার কথা, উল্টোটা নয়।

শুনানি শেষে নির্বাচন কমিশনের পক্ষে আইনজীবী ইয়াসিন খান বলেন, “ইশরাকের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন, যা একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে তার এখতিয়ার। লিখিত রায় প্রকাশের পর আদালতের পর্যবেক্ষণ বিস্তারিত জানা যাবে।”

তিনি আরও বলেন, আদালত ইশরাককে মেয়র ঘোষণা করে ইসির জারি করা গেজেটে হস্তক্ষেপ করেনি। তবে মামলার দুই পক্ষের আইনজীবীদের বক্তব্যে মতভেদ দেখা গেছে।

রিটকারী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন বলেন, “সর্বোচ্চ আদালত যেহেতু আবেদন নিষ্পত্তি করেছে, আমরা মনে করি, ইশরাককে মেয়র ঘোষণা করে ইসির জারি করা গেজেটের আর কোনো কার্যকারিতা নেই।”

অন্যদিকে ইশরাকের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, “গেজেট এখনো বহাল আছে। আমাদের মতে, সরকারকেই শপথ পড়াতে হতো, এটি সরকারের দায়িত্ব।”

পটভূমি

২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সর্বশেষ নির্বাচন। ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস বিএনপির ইশরাক হোসেনকে প্রায় পৌনে ২ লাখ ভোটের ব্যবধানে পরাজিত করে মেয়র নির্বাচিত হন।

পরবর্তীতে ক্ষমতার পালাবদলের পর, ২০২৫ সালের ২৭ মার্চ ঢাকার নির্বাচনি ট্রাইব্যুনাল সেই ফলাফল বাতিল করে সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনকে বৈধ মেয়র ঘোষণা করে।

এর ধারাবাহিকতায় ২৭ এপ্রিল নির্বাচন কমিশন ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে। কিন্তু এরপর ১৪ মে হাইকোর্টে রিট করেন ঢাকা দক্ষিণের বাসিন্দা ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মামুনুর রশিদ, যাতে ইশরাককে শপথ না পড়ানোর আদেশ চাওয়া হয়।

একই দিনে ইশরাকের সমর্থকেরা তাকে শপথ পড়ানোর দাবিতে আন্দোলন শুরু করেন, যার ফলে নগর ভবনে দুই সপ্তাহ ধরে কার্যত অচলাবস্থা বিরাজ করছে।

আইনি জটিলতার কথা বলে স্থানীয় সরকার মন্ত্রণালয় এখনো শপথ অনুষ্ঠান আয়োজন করেনি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ দাবি করেছেন ইশরাক।

তাদের আন্দোলনের মধ্যেই ‘শপথ না দেওয়ার নির্দেশনা চেয়ে’ দায়ের করা রিট আবেদনটি ২২ মে খারিজ করে দেয় হাইকোর্ট। বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ আবেদনকারীর রিট করার এখতিয়ার না থাকার যুক্তিতে তা সরাসরি খারিজ করে দেন।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে ২৬ মে আপিল বিভাগে আবেদন করেন মামুনুর রশিদ। ওই আবেদনেই বৃহস্পতিবার আপিল বিভাগ পর্যবেক্ষণসহ চূড়ান্ত নিষ্পত্তি দেয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইশরাকের ভবিষ্যৎ কী? ইসির ভূমিকা নিয়ে আপিল বিভাগের অসন্তোষ

আপডেট সময় : ০৪:২৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ ঠেকাতে করা আবেদন পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এই প্রেক্ষাপটে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে দেশের সর্বোচ্চ আদালত মন্তব্য করেছে, নির্বাচন কমিশন এই ঘটনায় তাদের সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেনি। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ সদস্যের আপিল বেঞ্চ বৃহস্পতিবার (২৯ মে ২০২৫) এই পর্যবেক্ষণ দেয়।

তবে এই রায়ের পরও অনিশ্চয়তা কাটেনি—ইশরাক হোসেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পারবেন কি না, সে বিষয়ে কোনো সুস্পষ্ট দিকনির্দেশনা পাওয়া যায়নি।

নির্বাচন কমিশন ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট জারির আগে আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছিল, এই বিষয়টিও আপিল বিভাগে অসন্তোষের কারণ হয়।

আদালত জানায়, সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন স্বাধীনভাবে দায়িত্ব পালনের ক্ষমতা রাখে। অথচ কমিশন সেই ক্ষমতা প্রয়োগ না করে আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছে, যা সাংবিধানিক দৃষ্টিকোণ থেকে সঠিক নয়। কারণ, সংবিধান অনুসারে মন্ত্রণালয়কে নির্বাচন কমিশনকে সহযোগিতা করার কথা, উল্টোটা নয়।

শুনানি শেষে নির্বাচন কমিশনের পক্ষে আইনজীবী ইয়াসিন খান বলেন, “ইশরাকের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন, যা একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে তার এখতিয়ার। লিখিত রায় প্রকাশের পর আদালতের পর্যবেক্ষণ বিস্তারিত জানা যাবে।”

তিনি আরও বলেন, আদালত ইশরাককে মেয়র ঘোষণা করে ইসির জারি করা গেজেটে হস্তক্ষেপ করেনি। তবে মামলার দুই পক্ষের আইনজীবীদের বক্তব্যে মতভেদ দেখা গেছে।

রিটকারী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন বলেন, “সর্বোচ্চ আদালত যেহেতু আবেদন নিষ্পত্তি করেছে, আমরা মনে করি, ইশরাককে মেয়র ঘোষণা করে ইসির জারি করা গেজেটের আর কোনো কার্যকারিতা নেই।”

অন্যদিকে ইশরাকের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, “গেজেট এখনো বহাল আছে। আমাদের মতে, সরকারকেই শপথ পড়াতে হতো, এটি সরকারের দায়িত্ব।”

পটভূমি

২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সর্বশেষ নির্বাচন। ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস বিএনপির ইশরাক হোসেনকে প্রায় পৌনে ২ লাখ ভোটের ব্যবধানে পরাজিত করে মেয়র নির্বাচিত হন।

পরবর্তীতে ক্ষমতার পালাবদলের পর, ২০২৫ সালের ২৭ মার্চ ঢাকার নির্বাচনি ট্রাইব্যুনাল সেই ফলাফল বাতিল করে সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনকে বৈধ মেয়র ঘোষণা করে।

এর ধারাবাহিকতায় ২৭ এপ্রিল নির্বাচন কমিশন ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে। কিন্তু এরপর ১৪ মে হাইকোর্টে রিট করেন ঢাকা দক্ষিণের বাসিন্দা ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মামুনুর রশিদ, যাতে ইশরাককে শপথ না পড়ানোর আদেশ চাওয়া হয়।

একই দিনে ইশরাকের সমর্থকেরা তাকে শপথ পড়ানোর দাবিতে আন্দোলন শুরু করেন, যার ফলে নগর ভবনে দুই সপ্তাহ ধরে কার্যত অচলাবস্থা বিরাজ করছে।

আইনি জটিলতার কথা বলে স্থানীয় সরকার মন্ত্রণালয় এখনো শপথ অনুষ্ঠান আয়োজন করেনি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ দাবি করেছেন ইশরাক।

তাদের আন্দোলনের মধ্যেই ‘শপথ না দেওয়ার নির্দেশনা চেয়ে’ দায়ের করা রিট আবেদনটি ২২ মে খারিজ করে দেয় হাইকোর্ট। বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ আবেদনকারীর রিট করার এখতিয়ার না থাকার যুক্তিতে তা সরাসরি খারিজ করে দেন।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে ২৬ মে আপিল বিভাগে আবেদন করেন মামুনুর রশিদ। ওই আবেদনেই বৃহস্পতিবার আপিল বিভাগ পর্যবেক্ষণসহ চূড়ান্ত নিষ্পত্তি দেয়।