ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লিবিয়া থেকে ৩১০ বাংলাদেশি দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশে আরও ৩০ দেশের নাগরিকের ওপর নিষেধাজ্ঞা খাঁচা থেকে বের হওয়া সিংহী আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে লন্ডনে ফ্লাই রবিবার, নির্জন কারাবাস থেকেই খালেদা জিয়ার ‘নানা রোগের সূচনা’ জানালেন ফখরুল মহাকাশ থেকে পবিত্র  কাবা শরিফের উজ্জ্বল ছবি আন্দোলনে থাকা প্রাথমিকের শিক্ষকদের বদলি, ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত তারেক রহমানের দেশে ফেরা আবার অনিশ্চিত, কীভাবে ভোটার হবেন? খালেদা জিয়া ছাড়া পরিবারের কেউ ভিভিআইপি সুবিধা পাবেন না কুকুরছানা হত্যা মামলায় মায়ের সঙ্গে কারাগারে ২ বছরের শিশু খালেদা জিয়াকে লন্ডন নিতে ঢাকায় আসছেন জুবাইদা

ইতালীতে ইমিগ্রেশন ও আইনি সহায়তার জন্য সেবা প্রতিষ্টানের উদ্বোধন

৫২ বাংলা
  • আপডেট সময় : ০২:৩৪:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১
  • / 1157
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রবাসীদের আইনগত সহায়তা দেওয়ার জন্য এবং প্রবাসী বাংলাদেশি যারা ইতালিয়ান ভাষা সংক্রান্ত জটিলতার কারণে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তাদের সকলের কথা চিন্তা করে, প্রবাসী বাংলাদেশি সহ ভিন্ন দেশি মানুষের ইমিগ্রেশন সেবা প্রদানের লক্ষে রাজধানী রোমের বাংলা অধ্যুষিত এলাকায় তরপিনাত্তারায় Via eratostene, 38 তে AT UNIVERSAL BUSINESS IDEAS @UBI CAF & Patronato and CSN তরপিনাত্তারা ৬৪নং শাখা শনিবার দুপুর ১২ ঘটিকায় সত্বধিকারী খন্দকার আল আমিন ও তানজিলা আরা তন্নি’র পরিচালনায় শুভ উদ্বোধন করা হয়েছে।

এতে প্রতিষ্ঠানের সত্বধিকারী খন্দকার আল আমিন ও তানজিলা আরা তন্নি’র আমন্ত্রণে উপস্থিত আমন্ত্রিত অতিথিরা শুরুতেই লাল ফিতা কেটে ও দোয়া মোনাজাতের মাধ্যমে অফিসের যাত্রা শুরু করেন।

এ সময় কাফ অফিসের সত্বধিকারী খন্দকার আল আমিন বলেনঃ আমাদের এই কাফের মাধ্যমে প্রবাসে অবস্থানরত বাংলাদেশিদের আইনগ অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে তাদের সার্ভিস-কল্যাণ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। এই বিপুল সংখ্যক মানুষদের আইনগত বিষয়ে পরামর্শ দেওয়ার মতো উল্লেখযোগ্য প্রতিষ্ঠান AT UNIVERSAL BUSINESS IDEAS @UBI CAF & Patronato. তিনি আরো বলেন অনেক প্রবাসীদের মাঝে আইনগত কোনো ধারণাও নেই। পাশাপাশি ইতালীয়ান ভাষা নিয়েও সমস্যায় পড়তে হয়। ফলে প্রবাস জীবনে তারা নানা শোষণ ও বঞ্চনার শিকার হন। আর এ সমস্যার দূর করতে @UBI CAF & Patronato ও Csn Caf সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে। এবং তিনি @UBI CAF & Patronato ও Csn তরপিনাত্তারা শাখার পক্ষ থেকে প্রবাসীদের যে কোনো ধরনের আইন বিষয়ক নানা তথ্য ও সহযোগিতা সেবা দেবেন বলে আশ্বস্ত করেন। এ ছাড়াও বৈধ উপায়ে রেমিটেন্স প্রেরন, সুলভ মূল্যে এয়ার টিকেট, বিকাশ সহ বিভিন্ন ধরনের সেবা দেওয়া হবে বলে জানানো হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন CSN CAF প্রেসিডেন্ট পলাশ হাওলাদার, মার্কেটিং ডিরেক্টর শরফরাজ দিন, @UBI CAF & Patronato ম্যানেজিং ডিরেক্টর আলম হোসেন, জালালাবাদ এসোসিয়েশন ইতালী সভাপতি অলি উদ্দিন শামীম, মহিলা সমাজ কল্যাণ সমিতি ইতালী সভাপতি লায়লা শাহ্, বিশিষ্ট ব্যবসায়ী হাসান মোহাম্মদ, সুন্দরবন কার্গো ও বিডি ফ্লাইয়ের সত্বধিকারী ডাঃ মসিউর রহমান, পি সি পয়েন্টের সত্বধিকারী নিবাস চক্রবর্তী, আই ট্রান্সফার কোম্পানি সেলস রি প্রেজেন্টেটিভ মোঃ জাকারিয়া, প্লাসিড সেলস এজেন্ট কন্ট্রোল ম্যানেজার মোঃ সফিকুর রহমান, পপুলার ট্রাভেলস তরপিনাত্তারা শাখা টিকেটিং ও রিজারভেসন কনসালটেন্ট মারুফ আহমেদ সহআরো অনেকেই।

উক্ত অনুষ্ঠানে ইতালিয়ান সহ বিভিন্ন দেশের প্রবাসী নাগরিক বাংলা কমিউনিটির আঞ্চলিক, সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইতালীতে ইমিগ্রেশন ও আইনি সহায়তার জন্য সেবা প্রতিষ্টানের উদ্বোধন

আপডেট সময় : ০২:৩৪:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১

প্রবাসীদের আইনগত সহায়তা দেওয়ার জন্য এবং প্রবাসী বাংলাদেশি যারা ইতালিয়ান ভাষা সংক্রান্ত জটিলতার কারণে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তাদের সকলের কথা চিন্তা করে, প্রবাসী বাংলাদেশি সহ ভিন্ন দেশি মানুষের ইমিগ্রেশন সেবা প্রদানের লক্ষে রাজধানী রোমের বাংলা অধ্যুষিত এলাকায় তরপিনাত্তারায় Via eratostene, 38 তে AT UNIVERSAL BUSINESS IDEAS @UBI CAF & Patronato and CSN তরপিনাত্তারা ৬৪নং শাখা শনিবার দুপুর ১২ ঘটিকায় সত্বধিকারী খন্দকার আল আমিন ও তানজিলা আরা তন্নি’র পরিচালনায় শুভ উদ্বোধন করা হয়েছে।

এতে প্রতিষ্ঠানের সত্বধিকারী খন্দকার আল আমিন ও তানজিলা আরা তন্নি’র আমন্ত্রণে উপস্থিত আমন্ত্রিত অতিথিরা শুরুতেই লাল ফিতা কেটে ও দোয়া মোনাজাতের মাধ্যমে অফিসের যাত্রা শুরু করেন।

এ সময় কাফ অফিসের সত্বধিকারী খন্দকার আল আমিন বলেনঃ আমাদের এই কাফের মাধ্যমে প্রবাসে অবস্থানরত বাংলাদেশিদের আইনগ অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে তাদের সার্ভিস-কল্যাণ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। এই বিপুল সংখ্যক মানুষদের আইনগত বিষয়ে পরামর্শ দেওয়ার মতো উল্লেখযোগ্য প্রতিষ্ঠান AT UNIVERSAL BUSINESS IDEAS @UBI CAF & Patronato. তিনি আরো বলেন অনেক প্রবাসীদের মাঝে আইনগত কোনো ধারণাও নেই। পাশাপাশি ইতালীয়ান ভাষা নিয়েও সমস্যায় পড়তে হয়। ফলে প্রবাস জীবনে তারা নানা শোষণ ও বঞ্চনার শিকার হন। আর এ সমস্যার দূর করতে @UBI CAF & Patronato ও Csn Caf সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে। এবং তিনি @UBI CAF & Patronato ও Csn তরপিনাত্তারা শাখার পক্ষ থেকে প্রবাসীদের যে কোনো ধরনের আইন বিষয়ক নানা তথ্য ও সহযোগিতা সেবা দেবেন বলে আশ্বস্ত করেন। এ ছাড়াও বৈধ উপায়ে রেমিটেন্স প্রেরন, সুলভ মূল্যে এয়ার টিকেট, বিকাশ সহ বিভিন্ন ধরনের সেবা দেওয়া হবে বলে জানানো হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন CSN CAF প্রেসিডেন্ট পলাশ হাওলাদার, মার্কেটিং ডিরেক্টর শরফরাজ দিন, @UBI CAF & Patronato ম্যানেজিং ডিরেক্টর আলম হোসেন, জালালাবাদ এসোসিয়েশন ইতালী সভাপতি অলি উদ্দিন শামীম, মহিলা সমাজ কল্যাণ সমিতি ইতালী সভাপতি লায়লা শাহ্, বিশিষ্ট ব্যবসায়ী হাসান মোহাম্মদ, সুন্দরবন কার্গো ও বিডি ফ্লাইয়ের সত্বধিকারী ডাঃ মসিউর রহমান, পি সি পয়েন্টের সত্বধিকারী নিবাস চক্রবর্তী, আই ট্রান্সফার কোম্পানি সেলস রি প্রেজেন্টেটিভ মোঃ জাকারিয়া, প্লাসিড সেলস এজেন্ট কন্ট্রোল ম্যানেজার মোঃ সফিকুর রহমান, পপুলার ট্রাভেলস তরপিনাত্তারা শাখা টিকেটিং ও রিজারভেসন কনসালটেন্ট মারুফ আহমেদ সহআরো অনেকেই।

উক্ত অনুষ্ঠানে ইতালিয়ান সহ বিভিন্ন দেশের প্রবাসী নাগরিক বাংলা কমিউনিটির আঞ্চলিক, সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন।