ঢাকা ০৩:৫২ পূর্বাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লিবিয়া থেকে ৩১০ বাংলাদেশি দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশে আরও ৩০ দেশের নাগরিকের ওপর নিষেধাজ্ঞা খাঁচা থেকে বের হওয়া সিংহী আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে লন্ডনে ফ্লাই রবিবার, নির্জন কারাবাস থেকেই খালেদা জিয়ার ‘নানা রোগের সূচনা’ জানালেন ফখরুল মহাকাশ থেকে পবিত্র  কাবা শরিফের উজ্জ্বল ছবি আন্দোলনে থাকা প্রাথমিকের শিক্ষকদের বদলি, ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত তারেক রহমানের দেশে ফেরা আবার অনিশ্চিত, কীভাবে ভোটার হবেন? খালেদা জিয়া ছাড়া পরিবারের কেউ ভিভিআইপি সুবিধা পাবেন না কুকুরছানা হত্যা মামলায় মায়ের সঙ্গে কারাগারে ২ বছরের শিশু খালেদা জিয়াকে লন্ডন নিতে ঢাকায় আসছেন জুবাইদা

ইতালীতে আইনি সহায়তা ও মানব উন্নয়ন ফাউন্ডেশনের প্রধান শাখার শুভ উদ্বোধন

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৫:১৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২০
  • / 1995
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রবাসীদের আইনগত সহায়তা দেওয়ার জন্য মানবাধিকারের সঠিক বাস্তবায়নে সহায়তা করার লক্ষ্যে Legal Aid & Human Development Foundation এর প্রধান শাখা রাজধানী রোমের বাংলা অধ্যুষিত এলাকা তরপিনাত্তারায় মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৮ ঘটিকায় শুভ উদ্বোধন করা হয়েছে।

ফাউন্ডেশনের সভাপতি এম কামাল হোসাইনের সার্বিক তত্বাবধানে ও সম্পাদক আবুল কালাম আজাদের পরিচালনায় উপস্থিত আমন্ত্রিত অতিথিদের নিয়ে ফিতা কেটে ও দোয়া মোনাজাত ও কেক কর্তনের মাধ্যমে অফিসের যাত্রা শুরু হয়।

এ সময় সভাপতি এম কামাল হোসাইন জানান ১৫ বছরের অভিজ্ঞতা নিয়ে আমরা আমাদের প্রধান শাখা আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করলাম। এ ছাড়াও ইতালীর বিভিন্ন শহরে আমাদের লিগ্যাল এইড এন্ড হিউম্যান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আরো ছয়টি শাখা রয়েছে।” তিনি এই ফাউন্ডেশনের মাধ্যমে প্রবাসী বাংলাদেশীরা উপকৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এবং অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এতে উপস্থিত আমন্ত্রিত অতিথিরা বলেন, দীর্ঘদিন যাবৎ বাংলাদেশী কমিউনিটিতে বিভিন্ন সেবার মাধ্যমে ইতিমধ্যেই সুনাম অর্জন করেছে লিগ্যাল এইড এন্ড হিউম্যান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেনঃ আমাদের এই ফাউন্ডেশনের মাধ্যমে প্রবাসে অবস্থানরত বাংলাদেশিদের আইনগ অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে তাদের সার্ভিস-কল্যাণ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। এই বিপুল সংখ্যক মানুষদের আইনগত বিষয়ে পরামর্শ দেওয়ার মতো উল্লেখযোগ্য ফোরাম লিগ্যাল এইড এন্ড হিউম্যান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। তিনি আরো বলেন অনেক প্রবাসীদের মাঝে আইনগত কোনো ধারণাও নেই। পাশাপাশি ইতালীয়ান ভাষা নিয়েও সমস্যায় পড়তে হয়। ফলে প্রবাস জীবনে তারা নানা শোষণ ও বঞ্চনার শিকার হন। আর এ সমস্যার দূর করতে এই সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে। এবং তিনি ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রবাসীদের যে কোনো ধরনের আইন বিষয়ক নানা তথ্য ও সহযোগিতা সেবা দেবেন বলে আশ্বস্ত করেন।

উক্ত অনুষ্ঠানে ইতালিয়ান সহ বিভিন্ন দেশের প্রবাসী নাগরিক বাংলা কমিউনিটির আঞ্চলিক, সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইতালীতে আইনি সহায়তা ও মানব উন্নয়ন ফাউন্ডেশনের প্রধান শাখার শুভ উদ্বোধন

আপডেট সময় : ০৫:১৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২০

প্রবাসীদের আইনগত সহায়তা দেওয়ার জন্য মানবাধিকারের সঠিক বাস্তবায়নে সহায়তা করার লক্ষ্যে Legal Aid & Human Development Foundation এর প্রধান শাখা রাজধানী রোমের বাংলা অধ্যুষিত এলাকা তরপিনাত্তারায় মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৮ ঘটিকায় শুভ উদ্বোধন করা হয়েছে।

ফাউন্ডেশনের সভাপতি এম কামাল হোসাইনের সার্বিক তত্বাবধানে ও সম্পাদক আবুল কালাম আজাদের পরিচালনায় উপস্থিত আমন্ত্রিত অতিথিদের নিয়ে ফিতা কেটে ও দোয়া মোনাজাত ও কেক কর্তনের মাধ্যমে অফিসের যাত্রা শুরু হয়।

এ সময় সভাপতি এম কামাল হোসাইন জানান ১৫ বছরের অভিজ্ঞতা নিয়ে আমরা আমাদের প্রধান শাখা আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করলাম। এ ছাড়াও ইতালীর বিভিন্ন শহরে আমাদের লিগ্যাল এইড এন্ড হিউম্যান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আরো ছয়টি শাখা রয়েছে।” তিনি এই ফাউন্ডেশনের মাধ্যমে প্রবাসী বাংলাদেশীরা উপকৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এবং অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এতে উপস্থিত আমন্ত্রিত অতিথিরা বলেন, দীর্ঘদিন যাবৎ বাংলাদেশী কমিউনিটিতে বিভিন্ন সেবার মাধ্যমে ইতিমধ্যেই সুনাম অর্জন করেছে লিগ্যাল এইড এন্ড হিউম্যান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেনঃ আমাদের এই ফাউন্ডেশনের মাধ্যমে প্রবাসে অবস্থানরত বাংলাদেশিদের আইনগ অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে তাদের সার্ভিস-কল্যাণ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। এই বিপুল সংখ্যক মানুষদের আইনগত বিষয়ে পরামর্শ দেওয়ার মতো উল্লেখযোগ্য ফোরাম লিগ্যাল এইড এন্ড হিউম্যান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। তিনি আরো বলেন অনেক প্রবাসীদের মাঝে আইনগত কোনো ধারণাও নেই। পাশাপাশি ইতালীয়ান ভাষা নিয়েও সমস্যায় পড়তে হয়। ফলে প্রবাস জীবনে তারা নানা শোষণ ও বঞ্চনার শিকার হন। আর এ সমস্যার দূর করতে এই সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে। এবং তিনি ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রবাসীদের যে কোনো ধরনের আইন বিষয়ক নানা তথ্য ও সহযোগিতা সেবা দেবেন বলে আশ্বস্ত করেন।

উক্ত অনুষ্ঠানে ইতালিয়ান সহ বিভিন্ন দেশের প্রবাসী নাগরিক বাংলা কমিউনিটির আঞ্চলিক, সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।