ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আরও পেছাল খালেদা জিয়ার লন্ডনযাত্রা ইসলামে পারিবারিক নির্যাতনের কোনো স্থান নেই-শায়খ আব্দুল কাইয়ুম লিবিয়া থেকে ৩১০ বাংলাদেশি দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশে আরও ৩০ দেশের নাগরিকের ওপর নিষেধাজ্ঞা খাঁচা থেকে বের হওয়া সিংহী আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে লন্ডনে ফ্লাই রবিবার, নির্জন কারাবাস থেকেই খালেদা জিয়ার ‘নানা রোগের সূচনা’ জানালেন ফখরুল মহাকাশ থেকে পবিত্র  কাবা শরিফের উজ্জ্বল ছবি আন্দোলনে থাকা প্রাথমিকের শিক্ষকদের বদলি, ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত তারেক রহমানের দেশে ফেরা আবার অনিশ্চিত, কীভাবে ভোটার হবেন? খালেদা জিয়া ছাড়া পরিবারের কেউ ভিভিআইপি সুবিধা পাবেন না

ইটাউরি হ্যালপিং হ্যান্ডস ইন ইউকে  দুস্থদের ঘরে পৌছে দিয়েছে রমজানের উপহার

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৮:০২:৩০ অপরাহ্ন, রবিবার, ১৮ এপ্রিল ২০২১
  • / 954
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইটাউরি হ্যালপিং হ্যান্ডস ইন ইউকে এর উদ্যোগে ও  ইটাউরী গ্রামের প্রবীনদের তত্বাবধানে গ্রামের দুস্থ ও সুবিধা বঞ্চিতদের মধ্যে খাদ্য  ও ইফতার সামগ্রী উপহার দেয়া হয়েছে। পুরো আয়োজনে স্বেচ্ছাসেবক হিসাবে দায়িত্ব পালন করেছে  বন্ধু সংঘ ইটাউরী।

১৬  এপ্রিল শুক্রবার বাদ জুম্মা স্থানীয় ইটাউরী মহিলা আলীম মাদ্রাসা প্রাঙ্গন থেকে গ্রামের  ৭৭টি পরিবার চিহ্নিত করে তাদের বাড়ীতে খাবারগুলো পৌছে দেয়া হয়। বাড়ী বাড়ী এই উপহার পৌছে দেন  বন্ধু সংঘ ইটাউরী’র কর্মীরা।

উপহার সামগ্রীর মধ্যে ছিল- চাল, ডাল, ছোলা,পিয়াজ, আলু, খেজুর ,ভোজ্য তেল ও সাবান ।

প্রবীনদের মধ্যে উপস্থিত ছিলেন- হাজী আব্দুর রহমান( সুনু হাজী), ইটাউরী হাজী ইউনুস মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এনাম উদ্দিন, ৩নং নিজ বাহাদুরপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মিসবাহুর রহমান মিনু, ইউপি সদস্য সাজু আহমেদ,ব্যবসায়ী মো. ফয়জুর রহমান, সৈয়দ আব্দুর রহিম( উনু),আহমেদ সিদ্দিক তাপাদার ও আব্দুল্লাহ মামুন প্রমুখ।

সংগঠনের সভাপতি মো. আব্দুস শুকুর তাফাদার,সাধারণ সম্পাদক মো. শামীম আহমদ , কোষাধ্যক্ষ মো. মাতাবুর রহমান সহ সকল সদস্যদের পক্ষ থেকে  গ্রামের প্রবীন ও  বন্ধু সংঘ ইটাউরী’র সকল কর্মকর্তাদের   দুস্থ ও সুবিধা বঞ্চিতদের মধ্যে খাদ্য  ও ইফতার উপহার কার্যক্রমটি সুষ্টভাবে সম্পন্ন করায়  ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।

প্রসঙ্গত  বড়লেখা উপজেলার ইটাউরী গ্রামের যুক্তরাজ্য প্রবাসীদের সংগঠন  ইটাউরি হ্যালপিং হ্যান্ডস ইন ইউকে ২০১৮  সাল থেকে  প্রতি রমজানে গ্রামের দুস্থ ও সুবিধাবঞ্চিত  পরিবারে খাদ্য সামগ্রী  পৌছে দেয়া হচ্ছে।

 

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইটাউরি হ্যালপিং হ্যান্ডস ইন ইউকে  দুস্থদের ঘরে পৌছে দিয়েছে রমজানের উপহার

আপডেট সময় : ০৮:০২:৩০ অপরাহ্ন, রবিবার, ১৮ এপ্রিল ২০২১

ইটাউরি হ্যালপিং হ্যান্ডস ইন ইউকে এর উদ্যোগে ও  ইটাউরী গ্রামের প্রবীনদের তত্বাবধানে গ্রামের দুস্থ ও সুবিধা বঞ্চিতদের মধ্যে খাদ্য  ও ইফতার সামগ্রী উপহার দেয়া হয়েছে। পুরো আয়োজনে স্বেচ্ছাসেবক হিসাবে দায়িত্ব পালন করেছে  বন্ধু সংঘ ইটাউরী।

১৬  এপ্রিল শুক্রবার বাদ জুম্মা স্থানীয় ইটাউরী মহিলা আলীম মাদ্রাসা প্রাঙ্গন থেকে গ্রামের  ৭৭টি পরিবার চিহ্নিত করে তাদের বাড়ীতে খাবারগুলো পৌছে দেয়া হয়। বাড়ী বাড়ী এই উপহার পৌছে দেন  বন্ধু সংঘ ইটাউরী’র কর্মীরা।

উপহার সামগ্রীর মধ্যে ছিল- চাল, ডাল, ছোলা,পিয়াজ, আলু, খেজুর ,ভোজ্য তেল ও সাবান ।

প্রবীনদের মধ্যে উপস্থিত ছিলেন- হাজী আব্দুর রহমান( সুনু হাজী), ইটাউরী হাজী ইউনুস মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এনাম উদ্দিন, ৩নং নিজ বাহাদুরপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মিসবাহুর রহমান মিনু, ইউপি সদস্য সাজু আহমেদ,ব্যবসায়ী মো. ফয়জুর রহমান, সৈয়দ আব্দুর রহিম( উনু),আহমেদ সিদ্দিক তাপাদার ও আব্দুল্লাহ মামুন প্রমুখ।

সংগঠনের সভাপতি মো. আব্দুস শুকুর তাফাদার,সাধারণ সম্পাদক মো. শামীম আহমদ , কোষাধ্যক্ষ মো. মাতাবুর রহমান সহ সকল সদস্যদের পক্ষ থেকে  গ্রামের প্রবীন ও  বন্ধু সংঘ ইটাউরী’র সকল কর্মকর্তাদের   দুস্থ ও সুবিধা বঞ্চিতদের মধ্যে খাদ্য  ও ইফতার উপহার কার্যক্রমটি সুষ্টভাবে সম্পন্ন করায়  ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।

প্রসঙ্গত  বড়লেখা উপজেলার ইটাউরী গ্রামের যুক্তরাজ্য প্রবাসীদের সংগঠন  ইটাউরি হ্যালপিং হ্যান্ডস ইন ইউকে ২০১৮  সাল থেকে  প্রতি রমজানে গ্রামের দুস্থ ও সুবিধাবঞ্চিত  পরিবারে খাদ্য সামগ্রী  পৌছে দেয়া হচ্ছে।