ইউরো-বাংলা প্রেসক্লাবের লকডাউন পরবর্তী মুক্ত আলোচনা
- আপডেট সময় : ০৮:০১:১৭ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২০
- / 1338
ইউরো-বাংলা প্রেসক্লাবের লকডাউন পরবর্তী এক মুক্ত আলোচনা গতকাল মঙ্গলবার গ্রীসের রাজধানী এথেন্সে অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি তাইজুল ইসলাম ফয়েজ এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক জহিরুল ইসলামের পরিচালনায় মুক্ত আলোচনায় অংশ নেন সহ-সভাপতি প্রদীপ কুমার সরকার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাকির হোসেন চৌধুরী। উল্লেখ্য করোনা পেক্ষাপটে কয়েকজন নেতৃবৃন্দ এথেন্স এর বাইরে অবস্থান করায় সাংগঠনিক সম্পাদক মো.জাবের আহমদ,যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাজমুল হক , কার্যনির্বাহী সদস্য রাজিব আহমদ ও শিমুল সৈকত ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত ছিলেন।
আলোচনায় উপস্থিত ছিলেন কোষাধক্ষ্য ইকবাল হোসেন, সদস্য এমদাদ চৌধুরী, সেলিম আহমদ। গ্রীসে করোনাভাইরাসে কোন বাংলাদেশী আক্রান্ত না হওয়ায় মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করেন এবং বাংলাদেশের করোনা পরিস্থিতিতে প্রবাসী সাংবাদিকদের ভূমিকা কি হতে পারে সে বিষয়টি গুরুত্ব পায় । ইউরো-বাংলা প্রেসক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল করতে বেশ কিছু কর্মসূচি গ্রহণ করা হয়। পরে সভাপতি সকলকে ধন্যবাদ জ্ঞাপন এর মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করেন।প্রেসক্লাবের নেতৃবৃন্দ দীর্ঘ তিন ঘণ্টা আলোচনা শেষে মিউজিয়াম মাঠে ঘুরতে বের হন।

























