‘আলোকিত ৯৫ মাদারীপুর’ এর প্রতিষ্ঠা বার্ষিকী ২০২০ উদযাপন
- আপডেট সময় : ০৭:২২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২০
- / 1508
‘বন্ধুত্বের বন্ধন থাকবে আজীবন’ এই স্লোগান নিয়ে মাদারীপুর জেলার , এস, এস, সি,৯৫ ব্যাচের ছাত্র ছাত্রীরা মিলে গতবছর পহেলা জুন আলোকিত ৯৫ নামে একটি সংগঠনের সূচনা করে, ‘আলোকিত ৯৫’ সদস্যদের উপস্থিতিতে পহেলা জুন এক বছর পূর্তি উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করে।
সোমবার (১ জুন) সন্ধ্যা ৭ টায় সালমা ওয়াটার ওয়েজ এর দোতালায় মাদারীপুর পুরানবাজারে প্রবাসী ভিআইপি ক্লাব মাদারীপুরের প্রধান কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে মাদারীপুর ‘আলোকিত ৯৫’ এস,এস,সি ব্যাচ সংগঠনের সকলে উপস্থিত থেকে মোমবাতি জ্বালিয়ে কেক কেটে সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন।
এসময় সংগঠনের উপস্থিত ছিলেন রুবেল খান, মামুন আহসানুল, মাহাদী হাসান জয়নাল, মহিউদ্দিন খান, তাজুল ইসলাম, রাহাত, আসাদ ভূঁইয়া শান্ত, পুলক সাহা ভাগ্য, আহসান হাবিব, রিন্ট হাওলাদার, রোকন, জনাব সোহাগ, সুজন, সুমন, মিজান, আনোয়ার, হাসান, মাহমুদ প্রমুখ। এ সময় ‘আলোকিত ৯৫’ এর কর্মকর্তারা যারা মাদারীপুরে উপস্থিত ছিলেন না এবং যারা দেশের বাইরে প্রবাসী রয়েছেন তাদের কথা উল্লেখ করে সকল বন্ধুদের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করা হয় এবং আগামীতে একত্রিত হয়ে আরো বড় ভাবে সুন্দর ভাবে অনুষ্ঠান করার আশা ব্যক্ত করা হয়।




















