আমিরাত থেকে বিশেষ ফ্লাইট বাংলাদেশে
- আপডেট সময় : ০৪:৪২:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২০
- / 954
করোনার এই বিপর্যয়ের সময় পৃথিবীর বিভিন্ন দেশে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে নিতে কয়েকটা বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে সরকার।সেভাবেই সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া বাংলাদেশিদের নিয়ে বিশেষ ফ্লাইটটি শুক্রবার দেশে গেছে । ভিজিট ভিসায় গিয়ে আটকে পড়া, অসুস্থ ব্যক্তি, ব্যবসায়ী, অসহায় ও কর্মহীন যারা দেশে যাওয়ার অপেক্ষায় ছিলেন তাদের জন্য এই ফ্লাইটটি পাঠানোর উদ্যোগ নেয় বাংলাদেশের দুবাই কনস্যুলেট।
শুক্রবার (১২ জুন) স্থানীয় সময় রাত ৯ টায় দুবাই থেকে ৪২১ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট (বিজি-৪১০৮)। বাংলাদেশ দূতাবাস এবং দুবাই কনস্যুলেটের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন আমিরাতে থাকা বিভিন্ন ব্যবসায়ী এবং প্রবাসী পরিবারের সদস্যরা।
গুরুতর অসুস্থ, বয়ষ্ক নারী ও পুরুষসহ এখনো অনেক বাংলাদেশী আমিরাতে অবস্থান করছেন যাদের দেশে ফেরা জরুরি। তাদের দেশে ফেরাতে আরও কয়েকটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন প্রবাসীরা।কারন এখনো ভিজিট ভিসায় গিয়ে আটকে পড়া, অসুস্থ ব্যক্তি, ব্যবসায়ী, অসহায় ও কর্মহীন বাংলাদেশীরা আরব আমিরাতে অবস্থান করছেন, যারা দেশে যেতে উদগ্রীব হযে আছেন।
























