সংবাদ শিরোনাম :
আমিরাতে লন্ডন প্রবাসী অধ্যাপক এনামুল হক সংবর্ধিত
৫২ বাংলা
- আপডেট সময় : ০১:৩০:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুলাই ২০১৮
- / 1835
নানাদেশে নিজপেশায় প্রবাসীরা দেশকে তুলে ধরছেন। ভিনদেশে বাংলাদেশের সুনাম বয়ে আনা এসব প্রবাসীরা সত্যিকারের দেশরত্ন। আরব আমিরাতের শারজাহে গোলাপগঞ্জ প্রবাসী উন্নয়ন পরিষদ ইউ, এ, ই আয়োজিত লন্ডন প্রবাসী অধ্যাপক মো. এনামুল হক, এম এস সি কে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে এসব বলেছেন বক্তারা।
১৬ জুলাই, সোমবার শারজাহের একটি রেস্তোরায় এ উপলক্ষে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাজী আব্দুর রব। সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদিরের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের প্রধান উপদেষ্টা বদরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হাজী শফিকুল ইসলাম।
[youtube]Tm-qESpRBVM[/youtube]
কণ্ঠ: মনাক্কা নাছিম




















