আমিরাতের খোলা জায়গায় কাজ করা কর্মীদের নিষেধাজ্ঞা কার্যকর শুরু হবে
- আপডেট সময় : ০২:৫৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২০
- / 1412
মানব সম্পদ ও এমিরেটাইজেশন মন্ত্রণালয়, এমএইচইআরই, ১৫ ই জুন হতে খোলা জায়গায় কাজের উপর নিষেধাজ্ঞা কার্যকর করতে শুরু করছে । বিকাল সাড়ে বারোটা থেকে বিকাল ৩ টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
মানবসম্পদ ও এমিরেটাইজেশন মন্ত্রীর জারি হওয়া সিদ্ধান্তে ,একজন শ্রমিককে বেলা সাড়ে ১২ টার পরে কর্মস্থলে না থাকা এবং বেলা তিনটার আগে কাজ পুনরায় শুরু করেনোর জন্য নির্দেশ দেয়া হয়েছে।
সিদ্ধান্তে আরও উল্লেখ করা হয়েছে যে , প্রতিদিনের কাজের সময়, সকাল, সন্ধ্যা বা উভয় শিফটে কোনভাবেই যেন আট ঘন্টার বেশী কাজ করানো না হয়।
জরুরি সেবা প্রদানকারী সংস্থাগুলির কাজ এ নির্দেশনার বাইরে থাকবে। এক্ষত্রে সংস্থাগুলির নিয়োগকর্তাদের অবশ্যই শ্রমিকের সংখ্যার সাথে জননিরাপত্তা ও স্বাস্থ্যের প্রয়োজনীয়তা বিবেচনায় রেখে সাথে তৃষ্ণা নিবারণকারী আইটেম যেমন লবণের পরিমাণ, লেবু ইত্যাদি সরবরাহ করতে হবে ।
নিষেধাজ্ঞার সময় সরকারি এই সিদ্ধান্তের শর্তাবলী মেনে চলেনি এমন কোনও প্রতিষ্ঠানের কর্মী প্রতি ৫ হাজার দিরহাম এবং কোনো কোনো ক্ষেত্রে সর্বোচ্চ ৫০হাজার দিরহাম পর্য্যন্ত জরিমানা করা হবে।
























