আফগানিস্তানে গেল বাংলাদেশের মানবিক সহায়তা
- আপডেট সময় : ০৬:২৮:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
- / 118
আফগানিস্তানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য মানবিক ত্রাণ সহায়তা নিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি কার্গো উড়োজাহাজ কাবুলে পৌঁছেছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালেই ১১ দশমিক ২২৭ টন ত্রাণসামগ্রী নিয়ে বিশেষ এই ফ্লাইটটি দেশটিতে অবতরণ করে। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। ত্রাণ হস্তান্তরের পর বিমান বাহিনীর উড়োজাহাজটি একই দিন বাংলাদেশে ফিরে আসবে।
বাংলাদেশ ত্যাগের আগে বিমান বাহিনীর উড়োজাহাজটি নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে বক্তব্য দেন সশস্ত্র বাহিনী বিভাগের অপারেশনস ও পরিকল্পনা পরিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আলীমুল আমীন। এসময় সশস্ত্র বাহিনী বিভাগ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
গত ১ সেপ্টেম্বর আফগানিস্তানের পূর্বাঞ্চলে আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন এক হাজার ৪০০-এর বেশি মানুষ। আহত হয়েছেন প্রায় তিন হাজার নাগরিক এবং ধ্বংস হয়েছে আট হাজারেরও বেশি ঘরবাড়ি। এতে খাদ্য, পানি, আশ্রয় ও জরুরি চিকিৎসা সংকটে আক্রান্ত এলাকায় ব্যাপক মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মানবিক সহায়তার মধ্যে রয়েছে তাঁবু, কম্বল, শীতবস্ত্র, বিশুদ্ধ পানি, শুকনো খাবার, কাপড়, বিস্কুট, মিল্ক পাউডার, নুডলস এবং ওষুধ। এসব পাঠাতে প্রধান উপদেষ্টার কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বিজিএমইএ, এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড এবং প্রাণ-আরএফএল যৌথভাবে কাজ করেছে।
উল্লেখযোগ্য যে, ২০২২ সালের ভূমিকম্পের পরও আফগানিস্তানে বাংলাদেশ থেকে মানবিক সহায়তা পাঠানো হয়েছিল।

















