আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে ওসমানীনগর উপজেলায় আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:১৪:৩০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০
- / 839
মোঃ ফজলু মিয়া
সিলেটের ওসমানী নগর উপজেলার তাজপুর ইউনিয়ন এর মোঃ নুর মিয়া বালিকা উচ্চবিদ্যালয়ে ‘আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২০’ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকার সময় বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওসমানীনগর উপজেলা প্রশাসন ও ইন্সটিটিউট ডেভেলপমেন্ট এফেয়ার্স আইডিয়া’র সহযোগিতায় অনুষ্ঠিত তথ্য অধিকার দিবসের ‘সংকটকালে তথ্য পেলে জনগণের মুক্তি মেলে’ এই স্লোগান কে সামনে রেখে আলোচনা সভার আয়োজন করা হয় ।
ওসমানীনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাহমিনা আক্তারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলার আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান নাজলু চৌধুরী,সাবেক সাধারণ সম্পাদক আব্দাল মিয়া, ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া, উপজেলার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনা মিয়া, সেচ্ছাসেবক লীগের সভাপতি চঞ্চল পাল সহ আরো উপস্থিত ছিলেন বিভিন্ন অংগ সংগঠন এর নেতা কর্মীরা ।




















