সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের প্রথম স্বর্ণপদক লাভ
৫২ বাংলা
- আপডেট সময় : ০৪:১৩:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জুলাই ২০১৮
- / 1542
বাংলাদেশের মুখ উজ্জ্বল আর লাল -সবুজের পতাকা বিশ্বে গর্বে তুলে ধরেছে আবারও একদল শিক্ষার্থী।
আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের মেধাবী জাওয়াদ চট্টগ্রামের ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।রোমানিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের ৫৯তম আসরে জাওয়াদ মোট ৪২ নম্বরের পরীক্ষায় ৩২ নম্বর পেয়ে স্বর্ণপদক জয় করেন।
[youtube]-U5i34MEVro[/youtube]
কণ্ঠ: তিশা সেন




















