আওয়ামী লীগের বিজয়ে ম্যানচেষ্টারে আনন্দ সভা
- আপডেট সময় : ০৭:২৪:১৮ অপরাহ্ন, শনিবার, ৫ জানুয়ারী ২০১৯
- / 1566
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের ঐতিহাসিক ও নিরঙ্কুশ বিজয় উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামীলীগ গ্রেটার ম্যানচেস্টার শাখার উদ্যোগে এক আনন্দ সভা অনুষ্ঠিত হয়েছে।গত বুধবার ম্যানচেস্টারের স্থানীয় বাংলাদেশ এসোসিয়েশনের কনফারেন্স হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন গ্রেটার ম্যানচেস্টার আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মাহমুদুর রহমান। সংগঠনের সাংগঠনিক সম্পাদক গাওছুল ইমাম চৌধুরী সুজন এর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই প্রবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ আব্দুল হান্নান।
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুহুল আমীন রুহেল, সহ সভাপতি মামুনুর রশিদ, যুগ্ম সম্পাদক বাংলা কাগজের ডিরেক্টর রুহুল আমীন চৌধুরী মামুন, ম্যানচেস্টার সিটি আওয়ামীলীগের সভাপতি অয়েস আহমেদ কামালি, সাধারন সম্পাদক শেখ জাফর আহমেদ, এম এ হান্নান, ম্যানচেস্টার যুবলীগের সাধারন সম্পাদক জামাল উদ্দিন কাওছার, যুবলীগের সহ সভাপতি শামিম চৌধুরী টিটু, যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ আমিনুর রশিদ খোকন, নজরুল ইসলাম, এলসিবি বাংলা স্কুলের প্রতিষ্ঠাতা জাবেদ ইকবাল, শাহ ইয়াওর মিয়া, আবুল বাশাঁর বাহার, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আমিনুল হক ওয়েছ, সাধারন সম্সুপাদক ফয়জুল হক জয়েল, রুজ্জামান মান্নান, ইকবাল তালুকদার, মইন আহমেদ লিটন প্রমুখ।এছাড়াও সভায় উপস্হিত ছিলেন সুরুক মিয়া,আব্দুর রশিদ সেকুল,আজম চৌধুরী,ইফতেকার আহমেদ ইবলুল, ফুরকানুর রহমান চৌধুরী সাগর,ফয়জুল হক জুয়েল,নাসিরুল আলম,আব্দুল কাইয়ুম,ফয়সল খান,সাহেল মিয়া সহ অনেকে।
বক্তারা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য বাংলাদেশের সকল ভোটারদের ধন্ন্যবাদ জানান। জনপ্রিয়তার এই ধারাবাহিকতাকে কাজে লাগিয়ে বাংলাদেশের অবহেলিত-বঞ্চিত মানুষের কল্যাণ করাই আওয়ামীলীগে সরকারের প্রধান কাজ হবে বলে তারা আশাবাদ বেক্ত করেন। বক্তারা জনগনের এই ঐতিহাসিক রায়কে সম্মান দেখিয়ে দেশের উন্নয়নের স্বার্থে সকল দলকে এক হয়ে কাজ করার আহবান জানান।





















