ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

অধ্যাপক আবু সাইয়িদ যোগ দিলেন বিএনপিতে

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৬:৫৮:৪১ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • / 65

অধ্যাপক আবু সাইয়িদ বিএনপিতে যোগ দিলেন

অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাবেক আওয়ামী লীগ নেতা, সংবিধান প্রণয়ন কমিটির সদস্য, নব্বইয়ের দশকে আওয়ামী লীগ সরকারের তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ বিএনপিতে যোগ দিয়েছেন।

বুধবার (২১ জানুয়ারি) বিকালে গুলশানে বিএনপির চেয়ারম্যান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুলের তোড়া দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন।

বুধবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে দলে যোগ দেন তিনি। এর আগে মঙ্গলবার তিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেন।

অধ্যাপক আবু সাইয়িদ রাকসুর সাবেক ভিপি। পাবনা-১ আসন থেকে ১৯৭৩ সালে প্রথমবার এমপি হন। বাকশালের গভর্নর ছিলেন। ১৯৯১ সালে পঞ্চম সংসদে বাকশালের প্রার্থী ছিলেন। এরপর ১৯৯৬ সালে সপ্তম সংসদ নির্বাচনেও এমপি হন, সেসময় শেখ হাসিনার সরকারের তথ্য প্রতিমন্ত্রী ছিলেন তিনি। ২০০১ সালে অষ্টম সংসদ নির্বাচনে জামায়াতের তৎকালীন আমির মতিউর রহমান নিজামীর কাছে হেরে যান। পরবর্তীকালে এরপর আর আওয়ামী লীগের মনোনয়ন পাননি তিনি। একসময় দলটির রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে পড়েন। ২০১৪ সালে দশম সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবেও হেরে যান। ২০১৮ সালের জাতীয় নির্বাচনের আগে ড. কামালের নেতৃত্বাধীন গণফোরামে যোগদান করে জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে ধানের শীষ প্রতীকে নির্বাচন করে আওয়ামী লীগের শামসুল হক টুকুর কাছে হেরে যান। এরপর দীর্ঘদিন গণফোরাম থেকে অনেকটা দূরে ছিলেন তিনি।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে পাবনা-১ আসন থেকে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।

অধ্যাপক সাইয়িদ বলেন, “চারদিকে উগ্রবাদ যেভাবে উত্থান হচ্ছে, তাতে একজন দেশপ্রেমিক মানুষ হিসেবে আমি মনে করি, এখন বিএনপি একমাত্র দল যাকে সামনে এগিয়ে নেয়া উচিত। সেজন্য আমি বিএনপিতে যোগ দিয়েছি।”

নির্বাচন নিয়ে তিনি বলেন, “নির্বাচনে প্রার্থী হয়েছি। দল বললে নির্বাচনে থাকব।”

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

আনোয়ারুল ইসলাম অভি

সম্পাদক; ৫২বাংলাটিভি ডটকম
ট্যাগস :

অধ্যাপক আবু সাইয়িদ যোগ দিলেন বিএনপিতে

আপডেট সময় : ০৬:৫৮:৪১ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬

সাবেক আওয়ামী লীগ নেতা, সংবিধান প্রণয়ন কমিটির সদস্য, নব্বইয়ের দশকে আওয়ামী লীগ সরকারের তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ বিএনপিতে যোগ দিয়েছেন।

বুধবার (২১ জানুয়ারি) বিকালে গুলশানে বিএনপির চেয়ারম্যান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুলের তোড়া দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন।

বুধবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে দলে যোগ দেন তিনি। এর আগে মঙ্গলবার তিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেন।

অধ্যাপক আবু সাইয়িদ রাকসুর সাবেক ভিপি। পাবনা-১ আসন থেকে ১৯৭৩ সালে প্রথমবার এমপি হন। বাকশালের গভর্নর ছিলেন। ১৯৯১ সালে পঞ্চম সংসদে বাকশালের প্রার্থী ছিলেন। এরপর ১৯৯৬ সালে সপ্তম সংসদ নির্বাচনেও এমপি হন, সেসময় শেখ হাসিনার সরকারের তথ্য প্রতিমন্ত্রী ছিলেন তিনি। ২০০১ সালে অষ্টম সংসদ নির্বাচনে জামায়াতের তৎকালীন আমির মতিউর রহমান নিজামীর কাছে হেরে যান। পরবর্তীকালে এরপর আর আওয়ামী লীগের মনোনয়ন পাননি তিনি। একসময় দলটির রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে পড়েন। ২০১৪ সালে দশম সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবেও হেরে যান। ২০১৮ সালের জাতীয় নির্বাচনের আগে ড. কামালের নেতৃত্বাধীন গণফোরামে যোগদান করে জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে ধানের শীষ প্রতীকে নির্বাচন করে আওয়ামী লীগের শামসুল হক টুকুর কাছে হেরে যান। এরপর দীর্ঘদিন গণফোরাম থেকে অনেকটা দূরে ছিলেন তিনি।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে পাবনা-১ আসন থেকে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।

অধ্যাপক সাইয়িদ বলেন, “চারদিকে উগ্রবাদ যেভাবে উত্থান হচ্ছে, তাতে একজন দেশপ্রেমিক মানুষ হিসেবে আমি মনে করি, এখন বিএনপি একমাত্র দল যাকে সামনে এগিয়ে নেয়া উচিত। সেজন্য আমি বিএনপিতে যোগ দিয়েছি।”

নির্বাচন নিয়ে তিনি বলেন, “নির্বাচনে প্রার্থী হয়েছি। দল বললে নির্বাচনে থাকব।”